জয়পুর: রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে আইপিএলের ম্যাচে নো-বল বিতর্কে মহেন্দ্র সিংহ ধোনিকে সামান্য সাজা দিয়েই ছেড়ে দেওয়া হয়েছে। এমনই মন্তব্য করলেন ভারতীয় দলে ধোনির প্রাক্তন সহ খেলোয়াড় বীরেন্দ্র সহবাগ। রুদ্ধশ্বাস ওই ম্যাচে একেবারে শেষ বলে জয় পায় ধোনির চেন্নাই। ম্যাচ চলাকালে মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে তর্ক করার জন্য ধোনির ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমান হয়।
এ ব্যাপারে সহবাগ বলেছেন, ম্যাচ রেফারির ধোনিকে এক বা দুটি ম্যাচে নিষিদ্ধ করে অন্য অধিনায়ক বা প্লেয়ারদের জন্য একটা নজির গড়ে তোলা উচিত ছিল।
এই ঘটনা ম্যাচ চলাকালে আম্পায়াদের গুরুত্ব খাটো করতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন বীরু।
জয়পুরে ওই ম্যাচের শেষ ওভারে বেন স্টোকস একটা হাই ফুলটস বল করেন। বোলার প্রান্তে দাঁড়িয়ে থাকা আম্পায়ার উলহায় গান্ধে উচ্চতার জন্য নো ডাকেন। তবে স্কোয়ার লেগ আম্পায়ার ব্রুস ওক্সেনফোর্ড মনে করেন যে, এটি বৈধ ডেলিভারি। ফলে গান্ধেকে তাঁর সিদ্ধান্ত বদল করতে হয়।সিএসকে-র দুই ব্যাটসম্যান রবীন্দ্র জাডেজা ও মিচেল স্যান্টনার সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করেন। কেন নো বল ডাকা হল না, তার কারণ জানতে চান। ডাগ আউটে বসা ধোনিও ঘটনায় ক্ষুব্ধ হন এবং মাঠে নেমে ওক্সেনফোর্ডকে নো বল না ডাকার কারণ জানতে চান। বেন স্টোকস ও রাজস্থান রয়্যালসের আরও কয়েকজন খেলোয়াড় ধোনিকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ধোনি খুবই ক্ষুব্ধ ছিলেন।
সহবাগ বলেছেন, ভারতীয় অধিনায়ক হিসেবে ধোনিকে এত রেগে যেতে তিনি কখনও দেখেননি। সেইসঙ্গে বলেছেন, চেন্নাই সুপার কিংসের জন্য হয়ত খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ধোনি। হয়ত আর এক বছরের মধ্যেই তিনি অবসর নেবেন। এজন্যই এত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
সহবাগ বলেছেন, ধোনির মাঠে নেমে পড়া ঠিক হয়নি বলেই তিনি মনে করেন। তিনি আরও বলেছেন, ধোনিকে অল্পেই রেহাই দেওয়া হয়েছে। ম্যাচ রেফারি এক বা দুইটি ম্যাচের জন্য নিষিদ্ধ করতে পারতেন। বীরু আরও বলেছেন, এমনটা হলে তো আগামী দিনে অন্য কোনও অধিনায়ক মাঠে ঢুকে আম্পায়ারকে প্রশ্ন করবেন।এতে আম্পায়ারের গুরুত্ব আর কী থাকবে।
উল্লেখ্য, এর আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিষেণ সিংহ বেদিও ধোনির আচরণের তীব্র নিন্দা করেছেন।
সহবাগ বলেছেন, আম্পায়ারদেরও ভুল হতে পারে। তাঁরাও মানুষ। ধোনি যদি মাঠের বাইরে থেকেই চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলতেন, বা ওয়াকি-টকি-তে কথা বলতেন, তাহলে তা ঠিক ছিল।
নো-বল বিতর্কে অল্পেই ছাড়া পেয়ে গিয়েছেন ধোনি, বললেন সহবাগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Apr 2019 08:30 PM (IST)
সহবাগ বলেছেন, ভারতীয় অধিনায়ক হিসেবে ধোনিকে এত রেগে যেতে তিনি কখনও দেখেননি। সেইসঙ্গে বলেছেন, চেন্নাই সুপার কিংসের জন্য হয়ত খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ধোনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -