রাঁচি: প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে প্রায় এক বছর দূরে রয়েছেন তিনি। ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে তাঁকে আর মাঠে দেখা যায়নি। তবে মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে উন্মাদনা কমছে না। আফগানিস্তানের ক্রিকেটার মহম্মদ নবি জানিয়ে দিলেন, ধোনির মতো ভাল মানুষ হয় না।
জোড়া বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত অধিনায়ককে নিয়ে উচ্ছ্বসিত নবি। বলেছেন, ‘এমএস ধোনি সেরা। শান্ত। মানুষ হিসাবে দুর্দান্ত। ওর ঘরের দরজা সকলের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকে। কেউ গেলেই তার সঙ্গে চা পান করে। গল্প করে। আমি ওর সঙ্গে ২-৩ বার দেখা করেছি। সত্যিই খুব ভাল মানুষ ও।’
আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে ধোনি বরাবরই জনপ্রিয়। এর আগে রাশিদ খান, মহম্মদ শেহজাদরাও মাহির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
ধোনি দারুণ মানুষ, ওর ঘরের দরজা সকলের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকে, বললেন আফগান তারকা নবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jun 2020 01:04 PM (IST)
আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে ধোনি বরাবরই জনপ্রিয়। এর আগে রাশিদ খান, মহম্মদ শেহজাদরাও মাহির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -