২৫৪ ম্যাচে সঙ্গাকারা নিয়েছেন ১৩৩ ক্যাচ। অন্যদিকে ধোনি নিজের টি ২০ কেরিয়ারের ২৭৫ তম ম্যাচে সেই নজির ভাঙলেন। এই তালিকায় তৃতীয় স্থানে ভারতের দীনেশ কার্তিক (২২৭ ম্যাচে ১২৩ ক্যাচ)। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে পাকিস্তানের কামরান আকমল (২১১ ম্যাচে ১১৫ ক্যাচ) এবং ওয়েস্ট ইন্ডিজের দীনেশ রামদিন (১৬৮ ম্যাচে ১০৮ ক্যাচ)।
টি ২০ আন্তর্জাতিকে উইকেটরক্ষক হিসেবে ৮৭ ম্যাচে ৭৭ উইকেট সংগ্রহে অবদানের নিরিখে তালিকার শীর্ষে রয়েছেন ধোনি। সবমিলিয়ে ৪৯৫ ম্যাচে ৭৭৫ আউটের ক্ষেত্রে অবদান রয়েছে ধোনির। এই তালিকায় মার্ক বাউচার ও অ্যাডাম গিলক্রিস্টের পরেই তৃতীয় স্থানে ধোনি।
প্রথম টি ২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৮ রানে হারানোর পর নৈশভোজে দলের সহ খেলোয়াড়দের সঙ্গে ধোনি।