তখন থেকেই তাঁর প্রেমে পাগল ছিল মেয়েরা, দেখুন রণবীর সিংহের কলেজ জীবনের এই ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Feb 2018 12:07 PM (IST)
মুম্বই: পদ্মাবতে তাঁর আলাউদ্দিন খিলজি সক্কলের প্রশংসা কুড়িয়েছে। এবার রণবীর সিংহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তাঁর কলেজ জীবনের একটি ছবি। সাদা কালো ছবিটিতে রণবীর বেশ ছেলেমানুষ। লম্বা চুল তখন তাঁর, লম্বা জুলফিও। কানে দুল, মাথায় ঝুঁটি আর বাহুবন্ধনে বান্ধবী। রণবীরের ফ্যান ক্লাব পোস্ট করেছে ছবিটি। [embed]https://www.instagram.com/p/BfS7uTwl6Ne/?utm_source=ig_embed&utm_campaign=embed_ufi_control[/embed] এই ছবি দেখে কী বলেছেন দীপিকা পাড়ুকোন? রণবীর নিশ্চয়ই সেটা জানাতে চাইবেন না!