কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছিলেন। তবে রাজকোটে ভারত-ইংল্যান্ড (IND vs ENG) তৃতীয় টেস্টের একাদশে তাঁকে রাখা হয়নি। মুকেশ কুমারকে (Mukesh Kumar) রঞ্জি (Ranji Trophy) খেলার ছাড়পত্র দিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ইডেনে বাংলার জার্সিতে বিহারের বিরুদ্ধে ম্যাচ খেলে ফের রাঁচিতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন বঙ্গ পেসার। যা নিয়মরক্ষার ম্যাচে বাংলা শিবিরকে সামান্য হলেও মানসিকভাবে চাঙ্গা করছে।


শুক্রবার থেকে ইডেনে বিহারের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলা। যে ম্যাচ নিয়মরক্ষার। কারণ, এলিট গ্রুপ বি থেকে ছিটকে গিয়েছে বাংলা। কোয়ার্টার ফাইনালে যাওয়ার আর কোনও আশা নেই মনোজ তিওয়ারিদের। বাংলার ব্যর্থতার পর শোরগোল পড়েছে সিএবি-তেও। বাংলার রঞ্জি ব্যর্থতার ময়নাতদন্ত শুরু হয়েছে। উঠে আসছে একাধিক কারণ। সেসব নিয়ে সিএবি কর্তারা কবে কাটাছেঁড়া করতে বসেন, দেখার অপেক্ষায় ময়দান।


তবে বিহারের বিরুদ্ধে বাংলা ম্যাচ আলাদা তাৎপর্য পাচ্ছে কারণ, এই ম্যাচই মনোজ তিওয়ারির কেরিয়ারের শেষ ম্যাচ। গত মরশুমের শেষেই অবসর নিয়েছিলেন মনোজ। তবে পরে স্ত্রীর কথায় সেই সিদ্ধান্ত বদলে মাঠে ফেরেন। অধরা রঞ্জি ট্রফি জেতার জন্য আর এক মরশুম খেলবেন বলে জানান তিনি।


যদিও শেষ মরশুমে ব্যর্থতাই সঙ্গী হল মনোজের। ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ হয়েছে মনোজের। অসমের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। যা তাঁর কেরিয়ারের ৩০তম প্রথম শ্রেণির সেঞ্চুরি। তবে অসম ম্যাচের বাইরে আর সেভাবে রান পাননি। চূড়ান্ত ব্যর্থ তাঁর দলও। যদিও বিহার ম্যাচ জিতে শেষ করতে চান মনোজ। বৃহস্পতিবার সকালে ইডেনে প্র্যাক্টিসের পর তিনি বলেন, 'আমাদের মরশুমটা ভাল যায়নি। রঞ্জি ট্রফির গ্রুপ থেকে বিদায় নিতে হচ্ছে। গত তিনবারের মধ্যে দুবার ফাইনাল খেলেছি আমরা। এবার পারিনি। দল একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন ছেলেদের সময় দিতে হবে। তবে বিহার ম্যাচটা জিততে চাই। জিতেই কেরিয়ার শেষ করতে চাই।'


মনোজের কেরিয়ারের শেষ ম্যাচে সংবর্ধনা দেওয়ার কথা ভেবে রেখেছে সিএবি। মনোজকে বিশেষ স্মারক দেওয়া হবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, বিহার ম্যাচের তৃতীয় দিন অর্থাৎ রবিবার মনোজের হাতে উপহার তুলে দেবে সিএবি।


আরও পড়ুন: অভিষেক দেখে কান্না বাবা ও স্ত্রীর, দৌড়ে গিয়ে হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন সরফরাজ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।