মুম্বই: সদ্যসমাপ্ত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর নেতৃত্বে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত। তবে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্ব দেওয়ার দক্ষতায় আস্থা রাখল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। মহিলাদের আইপিএলে মুম্বই দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত। বুধবার আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স।                         


এবারই শুরু হচ্ছে পাঁচ দলের উইমেন্স প্রিমিয়ার লিগ বা ডব্লিউপিএল। ভারতের জাতীয় দলের স্তম্ভ হরমনপ্রীত। সম্প্রতি তিনি দেড়শো টি-টোয়েন্টি ম্যাচ খেলার কৃতিত্বও গড়েছেন। মাত্র ২০ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল। তারপর থেকে সব ফর্ম্যাটেই জাতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন হরমনপ্রীত। অর্জুন পুরস্কার প্রাপক ক্রিকেটার মহিলাদের বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের মালকিনও। তাঁর অপরাজিত ১৭১ রানের ইনিংস এখনও বিশ্বরেকর্ড।                   


মুম্বই ইন্ডিয়ান্স দলের কর্ণধার নীতা অম্বানি বলেছেন, 'মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম মহিলা দলের অধিনায়ক হিসাবে হরমনপ্রীতকে পেয়ে আমরা রোমাঞ্চিত। ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে দুর্দান্ত কিছু ম্যাচ জিতিয়েছেন হরমনপ্রীত। আমি নিশ্চিত যে, শার্লট ও ঝুলনের (দুই কোচ) সমর্থন পেয়ে উনি মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দলের থেকে সেরা ক্রিকেট বার করে আনবেন। মহিলাদের খেলাধুলোয় ছাপ রাখতে পারবে মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দল। এই নতুন অধ্যায় শুরু হওয়ার অপেক্ষায় রয়েছি।'                              


মুম্বইয়ের হেড কোচ শার্লট এডওয়ার্ডসের বিরুদ্ধে খেলেছেন হরমনপ্রীত। ঝুলন গোস্বামী আবার হরমনপ্রীতের নেতৃত্বে খেলেওছেন। প্রথম ভারতীয় হিসাবে অন্য দেশের টি-টোয়েন্টি লিগেও খেলেছেন হরমনপ্রীত।                                   


হরমনপ্রীতের নেতৃত্বে মুম্বই দলে রয়েছেন ন্যাট স্কিভার ব্রান্ট, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, ইয়াস্তিকা ভাটিয়া, হিদার গ্রাহাম, ইজাবেলা ওয়ং, আমনজ্যোৎ কৌর, ধারা গুজ্জর, সাইকা ইশাক, হেলি ম্যাথেউজ, ক্লো ট্রিয়ন, হামাইরা কাজি, প্রিয়ঙ্কা বালা, সোনম যাদবহ, নীলম বিস্ত ও ঝিন্টিমনি কলিতা। ৪ মার্চ মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গুজরাত জায়ান্টসের সঙ্গে ম্যাচ দিয়ে ডব্লিউপিএলে অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স।                         


আরও পড়ুন: কবে ফিরছেন মাঠে? কীভাবে চলছে ফেরার প্রস্তুতি? নিজমুখেই জানালেন ঋষভ পন্থ