মুম্বই: ঘরোয়া ক্রিকেটের দৈত্য মনে করা হয় মুম্বইকে (Mumbai vs Vidarbha)। রেকর্ড সংখ্যক ৪১ বার রঞ্জি (Ranji Trophy) চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। ৪২তম ট্রফিও কার্যত সময়ের অপেক্ষা মনে করা হচ্ছিল।


তবে, এখনও লড়াই জারি রেখেছে বিদর্ভ। কোণঠাসা অবস্থা থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ফাইনালে পাল্টা লড়াই করছে বিদর্ভ। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর ২৪৮/৫। মুম্বইকে হারিয়ে অসাধ্য সাধন করতে হলে এখনও ২৯০ রান করতে হবে। কাজটি কঠিন। তবে অসম্ভব নয়। ক্রিকেট মানেই তো অনিশ্চয়তার খেলা।


তবে ম্যাচের রাশ এখনও মুম্বইয়ের হাতেই। ওয়াংখেড়ের ক্রমশ ভাঙতে থাকা উইকেটে শেষ দিন ২৯০ রানের ভিতর বিদর্ভের আর পাঁচ উইকেট তুলে নিতে পারলেই অজিঙ্ক রাহানেদের মোক্ষলাভ হবে। তবে, হারার আগে হারবেন না, ভাঙার আগে ভাঙবেন না - এমনই পণ করেছেন বিদর্ভ শিবির। বিশেষ করে অধিনায়র অক্ষয় ওয়াদকর। 


জেতার জন্য লক্ষ্য? ৫৩৮ রান। তাও চতুর্থ ইনিংসে। প্রতিপক্ষ বোলিং আক্রমণে একদিকে যেমন শার্দুল ঠাকুর, ধবল কুলকার্নির মতো অভিজ্ঞ পেসার, অন্যদিকে তুষার দেশপাণ্ডের মতো মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের তরুণ পেসার, শামস মুলানির মতো ছন্দে থাকা স্পিনার। প্রথম ইনিংসে এই বোলিং আক্রমণের বিরুদ্ধে মাত্র ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল বিদর্ভ। মাত্র ৪৫.৩ ওভারে শেষ হয়ে গিয়েছিল বিদর্ভের প্রথম ইনিংস। ধবল, শামস ও তনুশ কোটিয়ান নিয়েছিলেন তিনটি করে উইকেট।


দ্বিতীয় ইনিংসেও বিদর্ভের দুই ওপেনার রান পাননি। অথর্ব তাইদে ৩২ রান করে মুলানির বলে ফেরেন। কোটিয়ানের বলে ২৮ রান করে বোল্ড হয়ে যান ধ্রুব শোরে। তিন নম্বরে নেমে আমন মোখাদে ৩২ রান করে ফেরেন। মুশীর খানের বলে। তবে ব্যাট হাতে রুখে দাঁড়ান করুণ নায়ার। যিনি কর্নাটক ছেড়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন বিদর্ভের হয়ে। ৭৪ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। মুশীর খান ফিরিয়েছেন তাঁকে। যশ রাঠৌর ৭ রান করে ফিরলেও, ক্রিজে রয়েছেন অক্ষয় ওয়াদকর। তাঁর সঙ্গে ১১ রান করে ব্যাট করছেন হর্ষ দুবে। শেষ দিন কি ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোনও থ্রিলার অপেক্ষা করে রয়েছে?


আরও পড়ুন: মনে হচ্ছে ফের অভিষেক হবে, দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়ে বলছেন পন্থ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে