চট্টগ্রাম: শুরুতে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, অধিনায়ক মুশফিকুর রহিম (অপরাজিত ৬২) ও সাব্বির রহমানের (৬৬) জুটির সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন লড়াইয়ে ফিরল বাংলাদেশ। দিনের শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ২৫৩। নাথান লায়ন ৭৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।
প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লেও, দ্বিতীয় টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে মাত্র ১১৭ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। দিনের প্রথম সেশনেই ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন অস্ট্রেলিয়ার লায়ন। মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ৭০। দ্বিতীয় সেশনে লায়ন আরও দুটি এবং বাঁ হাতি স্পিনার অ্যাশটন আগর একটি উইকেট নেন। লায়নের প্রথম চারটি উইকেটই ছিল এলবিডব্লু। সাব্বির স্টাম্প হন।
আজ শুরুতেই আউট হন তামিম ইকবাল (১৩)। এর কিছুক্ষণ পরেই ফিরে যান ইমরুল কায়েশ। সৌম্য সরকার (৩৩) লড়াই করছিলেন। তবে তিনিও লায়নের শিকার হন। মোমিনুল হককেও (৩১) আউট করেন লায়ন। শাকিব আল হাসানকে (২৪) আউট করেন আগর। এরপর পাল্টা লড়াই শুরু করেন মুশফিকুর ও সাব্বির। এই জুটিতে যোগ হয় ১০৫ রান। দিনের শেষ মুশফিকুরের সঙ্গে ক্রিজে নাসির হোসেন (১৯)।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
লায়নের ৫ উইকেট, বাংলাদেশকে লড়াইয়ে ফেরাল মুশফিকুর-সাব্বির জুটি
Web Desk, ABP Ananda
Updated at:
04 Sep 2017 02:10 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -