টনটন: রবিবার ভারতের মুখোমুখি হওয়ার আগে ফিল্ডিংয়ের উন্নতি করতে হবে। সতীর্থদের এই সতর্কবার্তাই দিলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর তিনি বলেছেন, ‘আমরা সব বিভাগেই ভুল করেছি। আমাদের ফিল্ডিং নিয়ে আমি খুব হতাশ। আমাদের ফিল্ডিং প্রত্যাশিত মানের হচ্ছে না। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে এক্ষেত্রে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। কোনও অজুহাত চলবে না।’
গতকালের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটাররা একাধিক ক্যাচ ফস্কেছেন, মিস-ফিল্ডিং এবং ওভার-থ্রো করে অস্ট্রেলিয়াকে রান উপহার দিয়েছেন। আসিফ আলি প্রথমে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং পরে ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ ফস্কান। এর খেসারত দিতে হয় পাকিস্তানকে। সেই কারণেই সতীর্থদের ফিল্ডিংয়ের উন্নতি করতে বলছেন সরফরাজ।
গতকাল অসাধারণ বোলিং করা বাঁ হাতি পেসার মহম্মদ আমিরের প্রশংসা করে পাক অধিনায়ক বলেছেন, ‘এই ম্যাচ থেকে আমাদের ইতিবাচক দিক হল মহম্মদের বোলিং। পরের ম্যাচের আগে এটা আমাদের প্রাপ্তি। ও বিশ্বমানের বোলার। ও যদি বল স্যুইং করাতে পারে, তাহলে ওকে খেলা খুব কঠিন।’
ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে, দলকে সতর্কবার্তা সরফরাজের
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jun 2019 12:37 PM (IST)
গতকালের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটাররা একাধিক ক্যাচ ফস্কেছেন, মিস-ফিল্ডিং এবং ওভার-থ্রো করে অস্ট্রেলিয়াকে রান উপহার দিয়েছেন।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -