কলকাতা: আন্তর্জাতিক ফুটবলের (International Football) জন্য দীর্ঘ অবকাশের পর শনিবার ফের ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতে লাল-হলুদ শিবির এখন লিগ তালিকার দশ নম্বরে। শেষ ম্যাচে তারা ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) কাছে হেরেছিল। কেরালার দল সেই ম্যাচে জেতে ২-১-এ। ৩২ মিনিটের মাথায় তারা এগিয়ে যায় দাইসুকে সাকাইয়ের সুযোগসন্ধানী গোলে। ৮৮ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে নেন দিমিত্রিয়স দিয়ামান্তাকস।
এই গোলের আগেই পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করেন যিনি, সেই ক্লেটন সিলভা স্টপেজ টাইমের একেবারে শেষ দিকে ফের পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে একটি গোল শোধ করেন। আইএসএলে এই নিয়ে কলকাতায় ১৪টি ম্যাচ খেলেছে তারা। তার মধ্যে ন’টিতেই হার। এ পর্যন্ত ঘরের মাঠে তারা মাত্র তিনবার জয় পায়। বাকি দু’বার ড্র হয়েছে। সম্প্রতি indiansuperleague.com কে দেওয়া সাক্ষাৎকারে লাল-হলুদ শিবিরের আক্রমণে সবচেয়ে নির্ভরযোগ্য এই ব্রাজিলীয় তারকা চলতি আইএসএলে এ পর্যন্ত দলের ও তাঁর পারফরম্যান্স যা বললেন, তাঁর উল্লেখযোগ্য অংশ নীচে তুলে ধরা হল।
প্রশ্ন: ইস্টবেঙ্গল শিবিরে আপনি সবার শেষে যোগ দেন। তার আগে দেশে আপনি নিজেকে ফিট রাখার জন্য কী কী করতেন?
ক্লেটন সিলভা: ব্রাজিলে আমার নিজস্ব ট্রেনিং গ্রাউন্ড রয়েছে। সেখানে আমাকে সাহায্য করার জন্য কিছু লোকজন থাকে। ক্লাবের মেডিক্যাল ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ অফ সিজনে সবসময়ই আমাকে গাইড করেছে। এ ছাড়া ওখানে আমার বন্ধুর জিম রয়েছে। ওরাও অফ সিজনে আমাকে ফিট থাকতে খুব সাহায্য করেছে।
এ মরশুমে আপনাদের দলে গত বছরের তুলনায় বেশি অ্যাটাকিং প্লেয়ার আছে। তাদের সঙ্গে কী ভাবে মানিয়ে নিয়েছেন এবং দলের সঙ্গে তাদের মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কী কী সমস্যার সন্মুখীন হতে হয়েছে?
আমি দলের তরুণ অ্যাটাকারদের সবসময়ই পরামর্শ দিয়ে সাহায্য করার চেষ্টা করি। তরুণদের গাইড করতে পছন্দও করি। গত মরশুমে আমাদের দলের কয়েকজন খেলোয়াড় কতটা উন্নতি করেছিল, সে তো দেখেইছিলেন। সবচেয়ে ভাল উদাহরণ মহেশ। ও গত দেড় বছরে দারুন উন্নতি করেছে। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে ওদের গাইড করার চেষ্টা করি। গত ১৮ বছর ধরে পেশাদার ফুটবল খেলছি। তাই জানি, তরুণ খেলোয়াড়দের সাহায্য করা কতটা জরুরি।
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আপনাদের হারটা খুবই হতাশাজনক। সেই ম্যাচের পর কোচ আপনাদের কী বলেছিলেন?
কোচ কার্লস খুবই ইতিবাচক ব্যক্তিত্ব। উনি সব সময়ই আমাদের পাশে থাকেন, আমাদের গাইড করেন। আমরা যদি নিজেদের শুধরে নিতে পারি, তা হলে ঘুরে দাঁড়াতেও পারব।
প্রথম পাঁচ ম্যাচের পর আপনারা লিগ তালিকায় দশ নম্বরে। আপনার দলের সেরা ছয়ে থাকার সম্ভাবনা কতটা বলে মনে করেন?
আমরা এখন শুধু পরের ম্যাচের দিকে মনোনিবেশ করছি। তার পরে কী হবে, তা নিয়ে এখন ভাবছি না। তথ্য সংগ্রহ- আইএসএল মিডিয়া
East Bengal: ৫ ম্যাচ খেলে ১টি জয়, প্রচুর গোল করে ইস্টবেঙ্গলকে জয়ের সরণিতে ফেরানোই লক্ষ্য ক্লেটনের
ABP Ananda
Updated at:
24 Nov 2023 06:10 PM (IST)
Edited By: Goutam Roy
ISL 2023-24: আইএসএলে এই নিয়ে কলকাতায় ১৪টি ম্যাচ খেলেছে তারা। তার মধ্যে ন’টিতেই হার। এ পর্যন্ত ঘরের মাঠে তারা মাত্র তিনবার জয় পায়। বাকি দু’বার ড্র হয়েছে।
ক্লেটন সিলভা (ছবি আইএসএল মিডিয়া)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
24 Nov 2023 06:10 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -