রাঁচি: লকডাউনের সময় সতীর্থদের মতোই বাড়িতে বন্দি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রী সাক্ষী যে ভিডিও পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে ধোনির গালে সাদা দাড়ি। সেই ভিডিও দেখে ক্রিকেটপ্রেমীদের অনেকেই বলছেন, এই ক্রিকেটার বুড়ো হয়ে যাচ্ছেন। তবে ধোনির মা দেবকী দেবী সেটা মানতে নারাজ। তিনি জানিয়েছেন, ‘আমার ছেলের অতটা বয়স হয়নি।’
লকডাউনের সময় অত্যাবশ্যকীয় পরিষেবাগুলি ছাড়া বাকি সবই বন্ধ। ফলে বাকি সবার মতো ধোনিও চুল-দাড়ি কাটানোর জন্য সেলুনে যেতে পারছেন না ধোনি। সেই কারণেই এখন তাঁর গালভর্তি দাড়ি। এর মধ্যেই তিনি স্ত্রী-মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন।
এবারের আইপিএল-এ ধোনি মাঠে ফিরবেন বলে আশায় ছিলেন তাঁর অনুরাগীরা। এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়াও শুরু করে দিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। কিন্তু করোনা ভাইরাসের জেরে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় তিনি কবে মাঠে ফিরবেন সেটা বলা যাচ্ছে না। এমনকী, টি-২০ বিশ্বকাপের দলে তিনি থাকবেন কি না, সেটাও অনিশ্চিত। তাঁর ক্রিকেট-ভবিষ্যতের বিষয়ে ধোঁয়াশা অব্যাহত। গত বছরের বিশ্বকাপের পর থেকেই ধোনির অবসর নিয়ে যে জল্পনা শুরু হয়েছে, সেটা এখনও চলছে।
এ বিষয়ে ধোনির মা-ও সন্দিহান। তিনি জানিয়েছেন, ‘আমি ছেলের নতুন চেহারা দেখেছি। ও এতটা বুড়ো হয়ে যায়নি। মায়ের কাছে সন্তান কোনওদিনই বুড়ো হয়ে যায় না। ও টি-২০ বিশ্বকাপ খেলবে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। আগে করোনা ভাইরাস দূর হয়ে যাক। ও খুব ভাল করেই জানে কখন কোন সিদ্ধান্ত নিতে হবে।’
আমার ছেলের অতটা বয়স হয়নি, ধোনির গালভর্তি সাদা দাড়ি প্রসঙ্গে প্রতিক্রিয়া মা দেবকী দেবীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 May 2020 07:16 PM (IST)
টি-২০ বিশ্বকাপে ধোনি খেলবেন কি না, সে বিষয়ে তাঁর মা সন্দিহান।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -