নয়াদিল্লি: ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ২৩ অক্টোবর কার্যভার গ্রহণ করবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ট্যুইটারে সৌরভকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংহ। শুক্রবার সৌরভকে অভিনন্দন জানিয়ে যুবরাজ লিখেছিলেন, যিনি যত বড়, তাঁর যাত্রা পথ ততটাই দীর্ঘ হয়। টিম ইন্ডিয়ার অধিনায়ক থেকে বিসিসিআই প্রেসিডেন্ট। আশা করি, ক্রিকেটার থেকে প্রশাসকের এই যাত্রা তুমি উপভোগ করবে। ক্রিকেটারদের মানসিকতা বুঝতে তোমার অসুবিধা হবে না।
যুবরাজ আরও লেখেন, ইয়ো ইয়ো পরীক্ষা শুরু হওয়ার সময় তুমি প্রেসিডেন্ট পদে থাকলে ভাল হত।



সৌরভের অধিনায়কত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল যুবরাজের। তাঁর এই ট্যুইটের জবাবে সৌরভ লেখেন, ধন্যবাদ যুবি। দেশকে বিশ্বকাপ জিতিয়েছ। এ বার ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার সময়। তুমিই আমার সুপারস্টার।




সৌরভের এই জবাব সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নজর কেড়ে নিয়েছে। তাঁরা সৌরভের মন্তব্যের প্রশংসা করেছেন।