প্যারিস: রোলাঁ গারোয় অঘটন৷ ফরাসি ওপেনে নেই রাফায়েল নাদাল৷ দু’সপ্তাহ ধরে ভোগাচ্ছে কব্জির চোট৷ ব্যথা না কমায় শেষ পর্যন্ত সরে দাঁড়ানোরই সিদ্ধান্ত নিলেন স্প্যানিশ নক্ষত্র৷ গতকালই কেরিয়ারের ২০০-তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতেছিলেন রাফা৷ তারপর, আজই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত৷ নাদাল জানিয়েছেন, ২ সপ্তাহ ধরেই ভোগাচ্ছিল কব্জির চোট৷ গতকালও কব্জিতে ইনজেকশন নিয়ে খেলেছিলাম৷ কিন্তু, গতকাল রাত থেকেই ব্যথা আরও বাড়তে থাকে৷ শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তটা নিতেই হল৷ ডাবলসে নিজেদের জুড়িদারদের সঙ্গে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন পেজ ও বোপন্না৷