জিলঙ: ক্রিকেটকে অনিশ্চয়তার খেলা বলা হয়। কেন বলা হয়, তার উদাহরণ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) প্রথম ম্যাচেই পাওয়া গেল। হেভিওয়েট ভারত, পাকিস্তানকে হারিয়ে গত মাসেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা দল। নামিবিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে সিংহভাগ বিশেষজ্ঞরাই শ্রীলঙ্কাকে (SL vs NAM) ফেভারিট বলে মনে করছিলেন। তবে সকলকে চমকে দিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়নদের ৫৫ রানে হারিয়ে দুরন্তভাবে টুর্নামেন্ট শুরু করল নামিবিয়া। ১৬৩ রান তাড়া করতে নেমে ১০৮ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। 


ফ্রাইলিঙ্কের অলরাউন্ড পারফরম্যান্স


এদিন টসে জিতে প্রথমে বোলিং নিয়ে নতুন বলে তিন উইকেট তুলে নিয়ে শুরুটা ভালই করেছিল শ্রীলঙ্কা। তবে জান ফ্রাইলিঙ্ক (Jan Frylinck) এবং জেজে স্মিটের সপ্তম উইকেটে ৭০ রানের পার্টনারশিপে ভর করে ১৬৩ রান তুলতে সক্ষম হয় নামিবিয়া। ১৬৪ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা একেবারেই ভাল করেনি। দুই ওপেনার পাথুম নিসঙ্কা (৯) ও কুশল মেন্ডিস (৬) অল্প রানের মধ্যেই সাজঘরে ফেরেন। ৪০ রানে চার উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। ভানুকা রাজাপক্ষ (২০) ও লঙ্কান অধিনায়ক শানাকা (২৯) একটু লড়াই করার চেষ্টা করেন বটে, তবে তাতে খুব বেশি লাভের লাভ কিছুই হয়নি।


শ্রীলঙ্কার হয়ে রাজাপক্ষ এবং শানাকা বাদে মাত্র দুইজন ব্যাটারই দুই অঙ্কের রান করতে পেরেছেন। সম্পূর্ণ ব্যর্থ দলের লোয়ার মিডল অর্ডার। এদিন ছয় নম্বরে ব্যাটে নেমে ৪৪ রান করার পর বল হাতেও জ্বলে উঠেন জান ফ্রাইলিঙ্ক (Jan Frylinck)। তিনি দুই উইকেট নেন। ফ্রাইলিঙ্ক ছাড়া বানার্ড শল্টস, ডেভিড উইজা, বেন শিকঙ্গোও দুইটি করে উইকেট পেয়েছেন। 


প্রথম ইনিংস


৩৫ রানের মধ্যেই তিন উইকেট তুলে নিয়ে নামিবিয়াকে চাপে ফেলতে সক্ষমও হন লঙ্কান বোলাররা। তবে নামিবিয়ান ব্যাটাররা দমে যেতে একদমই রাজি ছিলেন না। অধিনায়ক জেরার্ড ইরাসমাস (২০) ও স্টিফান বার্ড (২৬) মিলে নামিবিয়ার ইনিংস গঠনের কাজ শুরু করেন। চতুর্থ উইকেটে ৪১ রান যোগও করেন দুই মিডল অর্ডার ব্যাটার। অবশ্য তারপরেই ১৭ রানের মধ্য়ে তিন উইকেট হারিয়ে ফেলে নামিবিয়া। এরপরেই শুরু হয় প্রত্যাবর্তনের লড়াই।


শুরুতে খানিকটা সামলেই খেলছিলেন ফ্রাইলিঙ্ক, তবে অপরদিক থেকে স্মিট আক্রমণ চালিয়ে যান। ধীরে ধীরে রানের গতিও বাড়ে। শেষের কয়েক ওভারে সেট হয়ে যাওয়ার পর ফ্রাইলিঙ্কও ব্যাট চালাতে শুরু করেন। চাপের মুখে শ্রীলঙ্কান বোলারদেরও খানিকটা ছন্নছাড়া দেখায়। তাঁর সম্পূর্ণ সুযোগ তোলেন ফ্রাইলিঙ্করা। বড় শটে নামিবিয়াকে ১৫০ রানের গণ্ডিও পার করা ফ্রাইলিঙ্ক ও স্মিট। স্টিট প্রায় ২০০-র স্ট্রাইক রেট নিয়ে ১৬ বলে ৩১ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল দুইটি চার ও সমসংখ্যক ছক্কায়।


আরও পড়ুন: নেটে ১১ বছর বয়সি খুদের বোলিংয়ে অনুশীলন করলেন মুগ্ধ রোহিত