টোকিও: বিশ্বের অন্যতম সেরা মহিলা টেনিস তারকা। ঝুলিতে ৪টে গ্র্যান্ডস্লাম। এবার মুকুটে নতুন পালক যুক্ত হল জাপানের টেনিস সুন্দরী নাওমি ওসাকার (naomi osaka) মাথায়। ফোবর্সের (forbes) তালিকায় বিশ্বের সবচেয়ে দামি মহিলা অ্যাথলিটদের মধ্যে শীর্ষে জায়গা করে নিয়েছেন নাওমি ওসাকা। উল্লেখ্য, অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামবেন ওসাকা। টুর্নামেন্টের ১৩ নম্বর বাছাই তিনি। 


গত বছর পুরস্কার মূল্য ও বিজ্ঞাপন বাবদ ওসাকার আয় ছিল প্রায় ৫৭.৩ মিলিয়ন আয় করেছিলেন। গত দেড় বছরে প্রায় ১০টি ব্র্যান্ডের সঙ্গে জড়িয়ে আছেন ওসাকা। সেখান থেকেই এই আয় করেছেন তিনি। উল্লেখ্য, গত বছর মানসিক স্বাস্থ্যের কথা ভেবে অনেকগুলো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন ওসাকা। তার মধ্যে ছিল ফ্রেঞ্চ ওপেনও। 


ফোবর্সের তালিকায় ওসাকার পরে রয়েছেন আমেরিকার ২ টেনিস তারকা ২ বোন সেরেনা ও ভেনাস। এরপর রয়েছেন জিমন্যাস্ট সিমোনে বাইলস। স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজাও রয়েছেন তালিকায়। 


এদিকে, নতুন করে আর কোনও সমস্যা না তৈরি হলে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে বাধা নেই বর্তমানে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচের। তিনি এক নম্বর বাছাই হিসেবেই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে খেলতে নামবেন। মহিলা সিঙ্গলসে এক নম্বর বাছাই হয়ে খেলতে নামবেন অস্ট্রেলিয়ার তারকা অ্যাশ বার্টি। ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলতে নামবেন তিনি।


এবারের অস্ট্রেলিয়ান ওপেনের মূল রাউন্ডের খেলা শুরু হতে আরও কয়েকদিন বাকি। কিন্তু তার আগে থাকতেই জকোভিচকে লড়াই করতে হচ্ছে। তাঁর এই প্রতিযোগিতায় খেলার ছাড়পত্র পাওয়া নিয়ে কম নাটক হয়নি। করোনার টিকা না নেওয়ার জন্য ভিসা বাতিল থেকে শুরু করে হোটেলে বন্দি থাকা পর্যন্ত নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই তারকাকে। শেষপর্যন্ত আইনি লড়াইয়ে জয়ী হয়ে তিনি মেলবোর্ন পার্কে অনুশীলনের জন্য যাওয়ার অনুমতি পেয়েছেন। তবে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হকের দফতর থেকে জানানো হয়েছে, জকোভিচের ভিসা এখনও বাতিল করা যায় কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। ফলে পুরোপুরি স্বস্তিতে নেই জকোভিচ।