রিও ডি জেনেইরো: ভেস্তে গেল ভারতীয় কুস্তিগীর নরসিংহ যাদবের অলিম্পিক্সের স্বপ্ন। ডোপিং বিতর্কে ক্লিনচিট পেলেন না তিনি। ক্রীড়াক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় আদালত কোর্ট ফর আরবিট্রেশন অব স্পোর্টস বিশ্ব ডোপ বিরোধী সংস্থা (ওয়াডা)-র আর্জিতে সায় দিল। ওয়াড়া ডোপিং মামলা থেকে নরসিংহকে ক্লিনচিট দেওয়ার বিরোধিতা করে কোর্ট অব আরবিট্রেশনের দ্বারস্থ হয়েছিল।
এর আগে ভারতে জাতীয় ডোপিং বিরোধী সংস্থা (নাডা) নরসিংহকে ডোপিং বিতর্কে ক্লিনচিট দিয়েছিল। নাডা-র এই সিদ্ধান্তকে ভুল ঘোষণা করে নিষিদ্ধ মাদক সেবনের জন্য নরসিংহকে চার বছরের জন্য নিষিদ্ধ ঘোষণার দাবি জানায় ওয়াডা। ওয়াডার এই আর্জি মেনে নিয়েছে কোর্ট অব আরবিট্রেশন।
আজই অলিম্পিক্সের ৭৪ কেজি বিভাগে নামার কথা ছিল নরসিংহর। কিন্তু কোর্ট অব আরবিট্রেশনে ম্যারাথন শুনানির পর যে রায় ঘোষণা হল তাতে নরসিংহর কেরিয়ার গভীর সংকটে পড়ল। অলিম্পিক্সে তিনি নামতে পারবেন না।
সূত্রের খবর, ভারতীয় কুস্তি ফেডারেশনের একটি অংশের তরফেই গতকাল রাতে রটিয়ে দেওয়া হয়েছিল নরসিংহ মুক্ত হয়ে গিয়েছেন।কিন্তু পরে জানা যায় ওই খবর ভুয়ো। কোর্ট অব আরবিট্রেশনের শুনানির পর ভারতীয় দলের স্যেফ দ্য মিশন রাকেশ গুপ্তা বলেছেন, এই ঘটনা খুবই দুঃখজনক ও দুর্ভাগ্যপূর্ণ। ভারতীয় শিবির শুনানির শেষমুহূর্ত্ত পর্যন্ত আশাবাদী ছিল। আশা ছিল, নরসিংহ ক্লিনচিট পেয়ে যাবেন। কিন্তু তা হল না।
কোর্ট অব আরবিট্রেশনের অ্যাডহক ডিভিশন বৃহস্পতিবার ওয়াডার আর্জি নিয়ে শুনানি শুরু করে। শুনানির শেষে নরসিংহর ওপর চার বছরের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, গতমাসে নাডা-র ছাড়পত্র পাওয়ার পর আন্তর্জাতিক কুস্তি মহাসংঘ নরসিংহকে অলিম্পিক্সে খেলার অনুমতি দিয়েছিল। নাডা ক্লিনচিট দিতে গিয়ে বলেছিল, নরসিংহ তাঁর প্রতিদ্বন্দ্বীর চক্রান্তের শিকার হয়েছেন। যদিও কোর্ট অবআরবিট্রেশন এই যুক্তি মেনে নেয়নি।
ভেস্তে গেল অলিম্পিক্স স্বপ্ন, চার বছর নির্বাসিত নরসিংহ
ABP Ananda, web desk
Updated at:
19 Aug 2016 01:41 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -