নয়াদিল্লি: ভারতের মহিলা ক্রিকেট দলের স্পিন উপদেষ্টা হিসেবে কাজ করবেন নরেন্দ্র হীরওয়ানি। বিসিসিআই সূত্রে এমনই খবর। ভারতের মহিলা টি-২০ দলের অধিনায়ক হরমনপ্রীত কউর একজন স্পিন বোলিং কোচ চেয়েছিলেন। কারণ, দলে তিন স্পিনার পুনম যাদব, একতা বিস্ত ও দীপ্তি শর্মা আছেন। হরমনপ্রীতের চাহিদা অনুযায়ীই হীরওয়ানিকে স্পিন উপদেষ্টা হিসেবে নিয়োগ করতে চলেছে বিসিসিআই।
জাতীয় দলের হয়ে ১৭টি টেস্ট ও ১৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রাক্তন লেগস্পিনার হীরওয়ানি বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পিন কোচ। তিনি সেই কাজের ফাঁকেই মহিলা দলকে সময় দেবেন বলে জানিয়েছেন এক বিসিসিআই কর্তা।
বিসিসিআই সূত্রে আরও খবর, জাতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান ডব্লু ভি রমন মহিলা দলের প্রধান কোচ হিসেবে থাকায় আলাদা করে ব্যাটিং কোচ দরকার নেই। তবে একজন ফাস্ট বোলিং কোচ নিয়োগ করা হতে পারে।
জাতীয় মহিলা ক্রিকেট দলের স্পিন উপদেষ্টা হীরওয়ানি
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jul 2019 01:11 PM (IST)
জাতীয় দলের হয়ে ১৭টি টেস্ট ও ১৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রাক্তন লেগস্পিনার হীরওয়ানি বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পিন কোচ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -