রাজকোট: তৃতীয় টেস্টের প্রথম দিনটি পুরো রাজ করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজার সেঞ্চুরি। সরফরাজ খানের অভিষেক টেস্টে শতরান। দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারতীয় দল। এখনও ক্রিজে আছেন জাডেজা। এই পরিস্থিতিতে স্টোকস বাহিনীর জন্য যে চাপ বাড়ছে, তা বলাই বাহুল্য। তবে নাসের হুসেন মনে করেন ইংল্যান্ড শিবির পালটা চাপ তৈরি করতে পারে। তবে তার জন্য প্রথমে ৪০০ রানের ভেতরে টিম ইন্ডিয়াকে অল আউট করতে হবে বলে মনে করেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। 


রাজকোট টেস্টে প্রথম ইনিংসে ১৩১ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। ১৯৬ বলের ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। জাডেজা ১১০ রানে অপরাজিত আছেন। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে হুসেন বলেন, ''ইংল্যান্ডের বোলাররা ভারতের লোয়ার অর্ডারকে দ্রুত গুটিয়ে দেওয়ার চেষ্টা করবে নিশ্চয়। তবে আমার মনে হয় চারশো রানের ভেতরে যদি অল আউট করতে পারে তারা ভারতীয় শিবিরকে, তবে একমাত্র ইংল্য়ান্ডের সুযোগ রয়েছে এই ম্য়াচে।''


নাসেন হুসেন আরও বলেন, ''প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং আমরা দেখলাম। রোহিত, জাডেজা সেঞ্চুরি করল। ইংল্যান্ডের ব্যাটাররাও যখন ব্যাট করতে আসবে, তখন ওদেরও এমন ভয়ডরহীন ব্যাটিং করতে হবে। এর আগের ম্য়াচে আমরা দেখেছি যে ২০, ৩০, ৪০ রান করে আউট হয়ে গিয়েছে ব্যাটাররা। কিন্তু ওভাবে ম্য়াচ জেতা যায় না। ম্য়াচ জিততে হলে বড় রান করতে হবে। বড় সেঞ্চুরি হাঁকাতে হবে।"


গতকাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। সরফরাজ খান ও ধ্রুব জুড়েল দুজন নতুন মুখ সুযোগ পেয়েছেন এই টেস্টে। ওপেনিংয়ে জয়সওয়ালের সঙ্গে নেমেছিলেন রোহিত। আগের ম্য়াচে দ্বিশতরান হাঁকানো জয়সওয়াল এই ইনিংসে ১০ রানে আউট হয়ে যায়। শুভমন গিল খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান। রজত পাতিদার এই ইনিংসেও ব্যর্থ হলেন। মাত্র ৫ রান করেন তিনি। মাত্র ৩৩ রান বোর্ডে তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল। এরপর রোহিত ও জাডেজা মিলে দলের হাল ধরেন। জোড়া সেঞ্চুরিতে রাজকোটে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন ভাল জায়গায় ভারত। প্রথম দিনের শেষে ৮৬ ওভারে ভারতের স্কোর ৩২৬/৫। ১৩১ রান করে আউট হয়েছেন রোহিত। ১১০ রানে অপরাজিত জাডেজা। এই দুইয়ের দৌলতেই ৩৩ রানে তিন উইকেট থেকে প্রথম দিনশেষে বেশ ভাল জায়গায় ভারত।