ডারবান টেস্টের চতুর্থ দিন এই ঘটনা ঘটে। ৪১৯ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা দল ৩৯ রানে ২ উইকেট খুইয়ে বসে। তখনই রান আউট হয়ে যান ডিভিলিয়ার্স। তিনি যখন মাটিতে পড়ে, তখন তাঁর দিকে বল ছুড়ে দেন লিয়ন। ওয়ার্নার আক্রমণাত্মক ভঙ্গিতে ছুটে গিয়ে ডিভিলিয়ার্সের উদ্দেশে কিছু বলতে থাকেন। সতীর্থরা তাঁকে ধরে রাখেন। এরপর এইডেন মার্করাম ও কুইন্টন ডি ককের সঙ্গেও বচসায় জড়ান ওয়ার্নার। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনা।