অলিম্পিকে রুপোর পদক জয়, পি ভি সিন্ধুকে রাজকীয় সংবর্ধনা দিল দেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Aug 2016 04:44 AM (IST)
হায়দরাবাদ: রিও অলিম্পিকে রুপোর পদক জিতে দেশের মান রেখেছেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু। তাঁকে রাজকীয় সংবর্ধনা দিল দেশ। ছাদ খোলা বাসে শহর পরিক্রমা করলেন সিন্ধু। সঙ্গে ছিলেন তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদ। ২০১১-য় ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর যে বাসে করে শহর পরিক্রমা করেছিল ধোনিবাহিনী, সেই বাসেই ঘোরানো হল পি ভি সিন্ধুকে। আজই দেশে ফিরলেন হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা। ঘরের মেয়ের অলিম্পিকে রুপো জয়ের আনন্দ উপভোগ করতে উত্সবের রঙে সেজেছে তাঁর শহর।