গাঁধীনগর: ভারতের গৌরব ভারোত্তোলক সাইখম মীরাবাঈ চানু (Saikhom Mirabai Chanu)। অলিম্পিক্স থেকে কমনওয়েলথ গেমস, সর্বত্রই ভারতকে পদক এনে দিয়ে দেশের গৌরব বাড়িয়েছেন মীরাবাঈ। এবার চলতি জাতীয় গেমসেও (National Games 2022) সাফল্য পেলেন তারকা ভারোত্তোলক। গুজরাতের গাঁধীনগরের অনুষ্ঠিত হওয়া জাতীয় গেমসে ৪৯ কেজির ভারোত্তোলন বিভাগে সোনা জিতলেন মীরাবাঈ।


সোনার মেয়ে


মণিপুরের হয়ে প্রতিনিধিত্ব করা মীরাবাঈ চানু মোট ১৯১ কেজি ওজন তুলে স্বর্ণপদক নিজের নামে করলেন। অলিম্পিক্সে রুপো ও কমনওয়েলথে গেমসে যুগ্ম সোনাজয়ী মীরাবাঈ স্ন্যাচে ৮৪ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৭ কেজি ভারোত্তোলন করে সোনা জেতেন। কমনওয়েলথ গেমসে অতীতে সোনাজয়ী আরেক ভারোত্তোলক খুমুকচাম সঞ্জিতা চানু (Sanjita Chanu) ১৮৭ কেজি ভারোত্তোলন করে রুপো জেতেন। তিনি স্ন্যাচে ৮২ ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি ওজন তোলেন। ওড়িশার স্নেহা সোরেন খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসে সোনা জিতেছিলেন। জাতীয় গেমসেও পদক পেলেন তিনি।


চোট নিয়েও সাফল্য


স্ন্যাচে ৭৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ৯৬ কেজি, মোট ১৬৯ কেজি ভারোত্তোলন করে তৃতীয় স্থানে শেষ করায় ব্রোঞ্জ পদক পেলেন তিনি। মীরাবাঈয়ের এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ তিনি চোট নিয়েই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। সোনা জয়ের পরে মীরাবাঈ নিজের মুখে নিজেই সেই কথা জানানও। তিনি বলেন, 'আমি সদ্যই আমার বাঁ-দিকের কব্জিতে পাটিয়ালায় অনুশীলন করার সময় চোট পেয়েছিলাম। তারপর সেই চোট নিয়ে বেশি ঝুঁকি নিতে চাইনি।' জাতীয় গেমসে সোনা জিতে মীরাবাঈ খুশি তো বটেই। তবে এখন থেকেই তাঁর এক নজর আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপের দিকে রয়েছে।


'ডিসেম্বরেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। জাতীয় গেমসে মণিপুরের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে দারুণ সৌভাগ্যের। আমায় যখন উদ্বোধনী অনুষ্ঠানে আমার রাজ্যকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হয়, তখন সেই উত্তেজনাটা দ্বিগুণ হয়ে যায়। বেশিরভাগ সময়েই উদ্বোধনী অনুষ্ঠানের পরের দিনই সকাল সকাল অনেক ইভেন্ট শুরু হয়ে যায়। তাই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করায় একটু দ্বিধা তো থাকেই। তবে এবার আমার মনে হয়েছিল যদি কিছু সমস্যা হয়ও, তাহলেও এই চ্যালেঞ্জটা আমার নেওয়া উচিত।' দাবি মীরাবাঈয়ের।  


আরও পড়ুন: ফেডেরারের বিদায়ে কোহলির বার্তা, বিরাটকে ধন্যবাদ জানালেন টেনিস কিংবদন্তি