কলকাতা: বছরভর অপেক্ষার পর এসে গিয়েছে দুর্গা পুজো (Durga Puja 2022)। বাঙালিদের সবথেকে বড় উৎসব। দেশ বিদেশে বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে দুর্গা পুজো। গত দুটো বছর করোনা অরিমারির প্রকোপের কারণে সঠিকভাবে পালন হয়নি। চলতি বছর তাই দুর্গা পুজো উদযাপনের হারও বেড়েছে। অফিস, স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এই সময় ছুটি দেওয়া হয়। এই সময় বাড়িতে বাড়িতে অতিথিরা আসেন। প্রিয়জনরা একে অপরকে শুভেচ্ছা বার্তা পাঠাতে থাকেন। দুর্গা পুজো স্পেশাল হোয়াটসঅ্যাপ স্টিকার পাঠাতে পারেন আপনিও। দেখে নিন ধাপে ধাপে কীভাবে দুর্গা পুজো স্পেশাল হোয়াটসঅ্যাপ স্টিকার (WhatsApp Sticker) ডাউনলোড করবেন।


দুর্গা পুজো স্পেশাল হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করার পদ্ধতি-


১. প্রথম হোয়াটসঅ্যাপটি ওপেন করুন।
২. এবার চ্যাট অপশনে গিয়ে স্টিকার যেখান থেকে পাঠিয়ে থাকেন, সেখানে যেতে হবে।
৩. চ্যাট বক্সে গিয়ে স্মাইলি চিহ্নে ক্লিক করুন।
৪. এবার সেখানে জিআইএফ-এর পর স্টিকার অপশনে ক্লিক করুন। প্লাস চিহ্নে ক্লিক করুন।
৫. এবার সেখানেই 'গেট মোর স্টিকার' অপশন পাবেন। তাতে ক্লিক করুন।
৬. ক্লিক করার পরই আপনার সামনে গুগল প্লে স্টোরের পাতাটি খুলে যাবে।
৭. সেখান থেকে সার্চ অপশনে লিখুন 'হ্যাপি দুর্গা পুজা'। আপনার সামনে স্টিকারের অনেকগুলো পাতা খুলে যাবে।
৮. এবার সেখান থেকে পছন্দ মতো হোয়াটসঅ্যাপ স্টিকার বেছে নিন আর তা মাই স্টিকার পেজে অ্যাড করে নিন।
৯. ফের চ্যাট অপশনে গিয়ে স্টিকার অপশনে ফিরে যান।
১০. আর এবার সেখানে দেখতে পাবেন আপনার পছন্দ মতো দুর্গা পুজো স্পেশাল হোয়াটসঅ্যাপ স্টিকার অ্যাড হয়ে গিয়েছে। আপনি সেখান থেকে প্রিয়জনকে তা পাঠাতে পারেন।


প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ পয়লা অক্টোবর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছেন উষ্ণ-আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকে আকাশ পরিষ্কারই থাকবে। তবে কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২ তারিখ থেকে মূলত দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। ২, ৩, ৪ এবং ৫ অক্টোবর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুজোর মূল চারদিন সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে কার্যত ভাসতে চলেছে কলকাতা, তেমনই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের।