নয়া দিল্লি : কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদের জন্মদিন উপলক্ষে ফি বছর ২৯ অগাস্ট দেশে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। হকির জগতে ধ্যানচাঁদের সাফল্যকে স্মরণ করা হয় এই দিনে। ১৯০৫ সালে জন্মেছিলেন তিনি। তাঁকে সর্বকালীন অন্যতম সেরা হকি খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়। অলিম্পিক্সে তিন বার সোনাজয়ী দলের সদস্য ছিলেন ধ্যানচাঁদ।
এহেন কিংবদন্তিকে সম্ভবত সবথেকে ভাল সম্মান জানিয়েছে পুরুষ হকি দল। ২০২০-র টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতে। প্রায় ৪১ বছর পর হকিতে পদক জেতে ভারত। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে দেখে নেওয়া যাক সেই পাঁচ তরুণ খেলোয়াড়কে যাঁরা দেশের হয়ে একাধিক পদক জিততে পারেন-
নীরজ চোপড়া : ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পদক জিতে ভারতের একশো বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন নীরজ চোপড়া। ভারতের এই গোল্ডেন বয় সম্প্রতি শেষ হওয়া টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনার পদক জিতেছেন। একাধিক টুর্নামেন্টে নিজের প্রতিভা তুলে ধরেছেন নীরজ। ইতিমধ্যেই তাঁকে ভারতের জ্যাভলিন থ্রো-র মুখ হিসেবে তুলে ধরা হচ্ছে। নীরজের আরও পদক জেতার ক্ষমতা আছে। দেশের ক্রীড়া জগতের মুখ হয়েও উঠতে পারেন।
রবি কুমার দাহিয়া : ভারতীয় কুস্তির ইতিহাসে নতুন মাইলফলক যোগ করেছেন ২৩ বছরের রবি কুমার দাহিয়া। টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছেন এই কুস্তিগীর। অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছে। অল্প বয়স রবির। আরও ২-৩টি অলিম্পিক্স খেলতে পারেন।
মীরাবাঈ চানু : টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদকটি জেতেন মীরাবাঈ চানু। ৪৯ কেজি ভারত্তোলন বিভাগে রুপো জেতেন তিনি। ইতিমধ্যেই দুটি অলিম্পিক্সে যোগ দিয়ে ফেলেছেন চানু। এখন তাঁর বয়স ২৭ বছর। কাজেই, ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্স থেকে আরও একটি পদক আনতে পারেন তিনি।
মনু ভাকের : টোকিও অলিম্পিক্সে যদিও কোনও ইভেন্টে পদক হাসিল করতে পারেননি, কিন্তু ভারতের এই স্টার শ্যুটারের প্রতিভা সকলেই দেখেছেন। এখন মাত্র ১৯ বছরের মনু। আগামীদিনে আরও অনেক অলিম্পিক্সে যোগ দিতে পারেন তিনি। একাধিক প্রতিযোগিতায় তাঁর সাফল্য অর্জনের ক্ষমতা রয়েছে।
অদিতি অশোক : এই তালিকায় অপর একটি বড় নাম অদিতি অশোক। টোকিও অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করে ভারতীয় গল্ফকে অন্য মাত্রায় নিয়ে গেছেন তিনি। যদিও তিনি কোনও পদক জিততে পারেননি, কিন্তু তাঁর ফর্ম কারও নজর এড়ায়নি। গল্ফে দেশের হয়ে প্রথম পদক জেতার সামর্থ্য তাঁর রয়েছে।