নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নয়ন মোঙ্গিয়ার ছেলে মোহিত মোঙ্গিয়া ভাঙলেন বাবার ৩০ বছরের পুরানো রেকর্ড। কুচবিহার ট্রফিতে ম্যারাথন ইনিংস খেলে এই রেকর্ড গড়েছেন বরোদার অধিনায়ক মোহিত।


মোহিত মুম্বইয়ের বিরুদ্ধে ২৪৬ বলে ২৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। কুচবিহার ট্রফিতে বরোদার পক্ষে এটাই কোনও ব্যাটসম্যানের সর্বাধিক রান। এর আগে মোহিতের বাবা নয়ন মোঙ্গিয়া ১৯৮৮-তে কেরলের বিরুদ্ধে ২৪৪ রানের ইনিংস খেলেছিলেন।

ছেলে তাঁর রেকর্ড ভাঙায় যারপরনাই খুশি নয়ন মোঙ্গিয়া। তিনি বলেছেন, মোহিত দারুন খেলছে। এই রেকর্ড ওর প্রাপ্য।

নয়ন মোঙ্গিয়া ভারতের হয়ে ৪৪ টেস্ট ও ১৪০ একদিনের ম্যাচ খেলেছেন। টেস্টে ১ টি সেঞ্চুরি ও ৬ টি হাফসেঞ্চুরি সহ তাঁর সংগ্রহ ১৪৪২ রান। একদিনের ম্যাচে দুটি হাফসেঞ্চুরি সহ তাঁর রান ১২৭২।