নয়াদিল্লি: সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণের মতো ক্রিকেটাররা মনে করছেন, রোহিত শর্মা নতুন দায়িত্বে সফল হবেন। ওয়ান ডে ক্রিকেটের মতো টেস্টেও সফল হবেন রোহিত শর্মা, আশাবাদী সৌরভ-লক্ষ্মণরা। কেএল রাহুলের পরিবর্তে রোহিত শর্মাকে সুযোগ দেওয়ার পর আশাবাদী খোদ নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ। লোয়ার মিডল অর্ডার নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিতের মতো প্রতিভাবান ব্যাটসম্যানকে একেবারে ওপরে ব্যাট করানোর পথে হাঁটতে চলেছে ভারতীয় ম্যানেজমেন্ট। অতীতে এই পরীক্ষায় সফল হয়েছিলেন বীরেন্দ্র সহবাগ। রোহিতও কি পারবেন? সংশয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নয়ন মোঙ্গিয়া।


তাঁর মতে উইকেটকিপিংয়ের মতো টেস্টে ওপেন করার জন্যও স্পেশ্যালিস্ট হতে হয়। প্রয়োজন হয় বিশেষ ধরণের মানসিকতার। সবাই এই কাজে সাফল্য পায় না। রোহিত ওয়ান ডে-র মতো টেস্টেও সফল হবেন- এমনটা আশা রাখছেন না নয়ন। তাঁর সাফ কথা, “কিপিংয়ের মতো ওপেনিং করতে হলেও স্পেশ্যালিস্ট হতে হয়। নির্ধারিত ওভারের ক্রিকেটে রোহিত ওপেন করে। তবে টেস্ট ক্রিকেটে ওপেন করার জন্য প্রয়োজন অন্যরকম মানসিকতার।” একইসঙ্গে রোহিতকে তাঁর পরামর্শ, “নিজের শক্তির ওপর ভরসা রাখাই ভাল। পরিবর্তন আনলে তা নির্ধারিত ওভারের ক্রিকেটে প্রভাব ফেলতে পারে।”


এখানেই শেষ নয়, তরুণরা কেন এখনও সেভাবে সুযোগ পাচ্ছে না তা নিয়েও নির্বাচকদের একহাত নেন তিনি। যারা ওপেনার হিসেবে এক একটা মরশুমে ৮০০-১০০০ রান করছে, তাঁদের কেন সুযোগ দেওয়া হচ্ছে না, প্রশ্ন নয়ন মোঙ্গিয়ার। (প্রিয়াঙ্ক) পাঞ্চাল- (অভিমুন্য) ঈশ্বরণের মতো ওপেনাররা ঘরোয়া ক্রিকেটে গড়ে ৫০ থেকে ৬০ রান করছে। তাঁরা কবে সুযোগ পাবে? প্রশ্ন প্রাক্তন উইকেট কিপারের।


প্রসঙ্গত, রোহিত শর্মা এখনও পর্যন্ত ২৭টি টেস্ট খেলে দেড় হাজারের ওপর রান করেছেন। গড় ৩৯.৬২। ৩টি শতরান সহ ১০টি পঞ্চাশ রয়েছে তাঁর। অন্যদিকে ৩৬টি ম্যাচে ৬০ ইনিংসে রাহুলের সংগ্রহ ২০০৬ রান। ৫টি শতরান থাকলেও এই মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ইনিংস ছাড়া সবেতেই ব্যর্থ হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিতকে সুযোদ দিয়ে দলের ওপেনিং কম্বিনেশন আরও একবার পরীক্ষানিরীক্ষা করে নিতে চলেছে ভারত।