WTC Final 2023: ২০৯ রানে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয় অস্ট্রেলিয়ার
IND vs AUS WTC Final 2023: খেতাব জিততে ম্যাচের শেষ দিন ৯৭ ওভারে ভারতকে আরও ২৮০ রান করতে হবে। বর্তমানে কোহলি ৪৪ ও রাহানে ২০ রানে ভারতের হয়ে ক্রিজে অপরাজিত রয়েছেন।
ABP Ananda Last Updated: 11 Jun 2023 05:08 PM
প্রেক্ষাপট
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023) জিততে ভারতকে রেকর্ড ৪৪৪ রান তাড়া করতে হবে। সেই বিরাট লক্ষ্যের পৌঁছনো কঠিন হলেও, অসম্ভব নয়। চতুর্থ দিনের শেষবেলায় বিরাট কোহলি (Virat Kohli) ও অজিঙ্ক...More
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023) জিততে ভারতকে রেকর্ড ৪৪৪ রান তাড়া করতে হবে। সেই বিরাট লক্ষ্যের পৌঁছনো কঠিন হলেও, অসম্ভব নয়। চতুর্থ দিনের শেষবেলায় বিরাট কোহলি (Virat Kohli) ও অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) দাঁতে দাঁত চেপে লড়াইয়ের সৌজন্যেই ভারতের জয়ের আশা অব্যাহত। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর তিন উইকেটের বিনিময়ে ১৬৪ রান। খেতাব জিততে ম্যাচের শেষ দিন ৯৭ ওভারে ভারতকে আরও ২৮০ রান করতে হবে। বর্তমানে কোহলি ৪৪ ও রাহানে ২০ রানে ভারতের হয়ে ক্রিজে অপরাজিত রয়েছেন।১২৩ রানে চার উইকেট দিনের শুরুটা করে অস্ট্রেলিয়া। খেলা শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই মার্নাস লাবুশেনকে ৪১ রানে সাজঘরে ফেরান উমেশ যাদব। এরপর ক্রিজে ক্যামেরন গ্রিনকে সঙ্গ দিতে আসেন অ্যালেক্স ক্যারি। দুই তারকা মিলে ৪৩ রান যোগও করেন। ক্যামেরন গ্রিন ও ক্যারিকে সেট দেখাচ্ছিল। তবে হঠাৎই ছন্দপতন। রবীন্দ্র জাডেজার একটি বল ঠিকঠাক বুঝতে না পারায় বোল্ড হন গ্রিন। গ্রিন আউট হওয়ার সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৬৭ রানের বিনিময়ে ছয় উইকেট। এমন পরিস্থতিতে অজিদের দ্রুত অল আউট করার স্বপ্ন দেখছিল ভারত। তবে মিচেল স্টার্ক ও ক্যারি সেই আশায় জল ঢেলে দেন। লাঞ্চের আগেই এই দুই তারকার ব্যাটে ভর করে অস্ট্রেলিয়া ২০১/৬ পৌঁছে যায়।লাঞ্চের পরেও চলতে থাকে স্টার্ক, ক্যারির দাপট। দুই তারকা মিলে সপ্তম উইকেটে অজিদের হয়ে ৯৩ রান যোগ করেন। ক্যারি অর্ধশতরান হাঁকালেও, হাফ সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরতে হয় মিচেল স্টার্ককে। ৪১ রানে আউট হন স্টার্ক। তাঁকে সাজঘরে ফিরিয়ে ইনিংসের প্রথম সাফল্য় পান মহম্মদ শামি। এরপরে অজি অধিনায়ক প্যাট কামিন্স ব্যাটে নামলেও, তিনি তেমন প্রভাব ফেলতে পারেননি। ৫ রানেই আউট হন কামিন্স। তাঁর উইকেটও নেন শামিই। কামিন্স আউট হতেই ইনিংস ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া। ৬৬ রানে অপরাজিত থাকেন ক্য়ারি। জয়ের জন্য ভারতের সামনে ৪৪৪ রানের রেকর্ড লক্ষ্য রাখে অস্ট্রেলিয়া।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
IND vs AUS WTC Final 2023: খেতাব অজিদের
২০৯ রানে হার ভারতের। ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয় অস্ট্রেলিয়ার।