মাউন্ট মাউনগানুই: মাঝের ওভারগুলিতে কিছু দ্রুত রান দরকার। বিশ্বকাপে আগে এই বিষয়টি নিয়ে কাজ করতে হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে জয়ের পর এ কথা বলেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। একইসঙ্গে দ্বিতীয় একদিনের ম্যাচে দলের সার্বিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন।
এই ম্যাচে ৯০ রানে জিতে ভারত সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত ৪ উইকেটে ৩২৪ রানের বিশাল স্কোর খাড়া করে। জবাবে ব্যাট করতে নেমে ৪০.২ ওভারে ২৩৪ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড।
কোহলি বলেছেন, আরও একবার যথার্থ পারফর্ম করল দল। আমাদের ব্যাটিংয়ে পর্যাপ্ত ভারসাম্য রয়েছে। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের কথা মাথায় রাখলে কোনও স্কোরই পর্যান্ত নয়। কিন্তু সার্বিকভাবে ভারসাম্যমুলক পারফর্ম্যান্সটা খুবই ভালো ব্যাপার।
রোহিত শর্মা ও শিখর ধবন যখন খেলছিলেন, তখন মনে হচ্ছিল যে ভারত সাড়ে তিনশ রানের গণ্ডি ছাড়িয়ে যাবে। কিন্তু মাঝের ওভারগুলিতে অতিরিক্ত রান করতে পারেনি ভারত। এর একটা কারণ, সম্ভবত কোহলির আউট হয়ে যাওয়া।
কোহলি বলেছেন, জলপানের বিরতির পর আমি ৩৪ থেকে ৪০ ওভারে একটু বেশি আক্রমণাত্মক খেলার চেষ্টা করি, যাতে স্কোরটা ৩৪০-৩৫০ রানে পৌঁছে যায়। আমি আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যানের একটু সময় প্রয়োজন ছিল। বিশ্বকাপ এগিয়ে আসছে। তাই এই ব্যাপারটি নিয়ে ভেবে দেখতে হবে। আরও ১৫-২০ রান হলে ভালো হত। তবে একটা বড় রান করতে পারায় খুশি।
এদিনও দলের দুই স্পিনার কুলদীপ যাদব (৪৫ রানে ৪) ও যজুবেন্দ্র চাহল (৫২ রানে ২) মোট ছয়টি উইকেট নিয়েছেন। কোহলি বলেছেন, ওদের মনোভাবটা দলের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোহলি বলেছেন, ওরা সব সময়ই বোলিং করে উইকেট নিতে প্রস্তুত। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওরা ওদের কোটায় ৪০ রান দিয়ে কোনও উইকেট না পেলে খুশি হয় না। বরং ৬০ রান দিয়েও আরও বেশি উইকেট নিতে রাজি। এই মনোভাবটাই গুরুত্বপূর্ণ।
এদিন ৯৬ বলে ৮৭ রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রোহিত শর্মা।
এদিনের হারে স্বাভাবিকভাবেই হতাশ নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেছেন, তাঁর হতাশা হারের তুলনায় অনেক বেশি যেভাবে তাঁরা হেরেছেন তা নিয়ে।
মাঝের ওভারগুলিতে আরও বেশি রান দরকার, বললেন কোহলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jan 2019 04:56 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -