কলকাতা: কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে স্পিনার সুনীল নারিনকে দিয়ে ওপেন করিয়ে সবাইকে তাক লাগিয়ে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর এই কৌশল দারুন সাফল্য পেয়েছে। ওপেন করতে নেমে নারিন ১৮ বলে ৩৭ রান করে যান।তাঁর দাপটে শুরুতেই খেই হারিয়ে ফেলে পঞ্জাবের বোলিং অ্যাটাক। এ ব্যাপারে ম্যাচের শেষে গম্ভীর বলেছেন, নারিনের ব্যাটিং ক্ষমতার ওপর আস্থা রাখার প্রয়োজন রয়েছে।
পঞ্জাবের বিরুদ্ধে ৮ উইকেটে জয়ের পর গম্ভীর বলেছেন, ইডেনের পিচ ব্যাটিংয়ের পক্ষে দারুন উপযুক্ত। দলে বেশ কয়েকজন দক্ষ ফাস্ট বোলার রয়েছে। উমেশ যাদবের ফিরে আসাটা তাঁদের কাজটা সহজ করে দিয়েছে। নারিন সম্পর্কে নাইট অধিনায়ক বলেছেন, এখন নারিনের ব্যাটিং ক্ষমতার ওপর আস্থা রাখার প্রয়োজন রয়েছে। ও উঁচুমানের বোলার এবং যে কোনো পরিস্থিতিতেই ও বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে পারে। একইসঙ্গে নারিন ব্যাট হাতে বড় শট নিতে পারে। আমাদের ব্যাটিং লাইন-আপ বেশ লম্বা। তাই আমরা ওকে শুরুতেই পাঠিয়েছিলাম। নয় নম্বরে নেমে ও খুব একটা বেশি বল খেলার সুযোগ পায় না।
বিপক্ষ অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল অবশ্যে নারিনের সাফল্যে বিস্মিত নন। তিনি বলেছেন, বিগ ব্যাশেও নারাইনকে এ রকম ব্যাটিং করতে তিনি দেখেছেন। ম্যাক্সওয়েল বলেছেন, ১৭০ রান তোলার পর জেতার একটা সুযোগ ছিল। কিন্তু গম্ভীরের সঙ্গে নারিনের ওপেনিং জুটি তাঁদের পালের হাওয়া কেড়ে নেয়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সুনীল নারিনের ব্যাটিং দক্ষতা কাজে লাগানোর প্রয়োজন রয়েছে: গম্ভীর
ABP Ananda, web desk
Updated at:
14 Apr 2017 07:32 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -