নয়াদিল্লি: তিনি যাতে হাত দিচ্ছেন, সেটাই যেন সোনা!


ফের ইতিহাস গড়লেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। এমন নজির গড়লেন যা আগে করতে পারেননি কোনও ভারতীয় অ্যাথলিট। জ্যাভলিন থ্রোয়ের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করলেন অলিম্পিক্স (Olympics) সোনা জয়ী ভারতীয় তারকা।


সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের ক্রম তালিকায় ১,২৫৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন নীরজ চোপড়া। ১,৪৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। তাঁর স্কোর ১,৪৩৩। তৃতীয় স্থানে আছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেখ। তাঁর স্কোর ১,৪১৬। যিনি টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। নীরজের থেকে অনেকটা পিছিয়ে ছিলেন।


২০২১ সালে টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে ৮৭.৫৮ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন নীরজ। অভিনব বিন্দ্রার পরে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে সেটিই ছিল ভারতীয় কোনও অ্যাথলিটের দ্বিতীয় সোনা জয়।


অলিম্পিক্সে সোনা জিতেই থেমে থাকেননি নীরজ। তারপর জুরিখে ডায়মন্ড লিগেও সোনা জেতেন তিনি। সেখানে আরও বেশি দূরে (৮৯.৬৩) জ্যাভলিন ছোড়েন তিনি। তাঁর পারফরম্যান্স বুঝিয়ে দিচ্ছিল শুধু অলিম্পিক্সে সোনা জিতে সন্তুষ্ট নন নীরজ। তিনি নিজেও জানিয়েছিলেন যে, পরিশ্রম আরও বাড়িয়ে দিয়েছেন। নীরজ নিজেই জানিয়েছিলেন, ৯০ মিটারের বেশি দূরে জ্যাভলিন ছুড়তে চান তিনি। সেই লক্ষ্যে নিজেকে তৈরি করছেন।


 






কয়েক সপ্তাহ আগেই দোহায় প্রথম লেগে ডায়মন্ড লিগে জিতেছেন নীরজ। সেখানে ৮৮.৬৭ মিটার দূরত্ব অতিক্রম করেন। তারপরই বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন ২৫ বছরের ভারতীয় তারকা। যিনি আবার আগামী মাসে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আগামী ৪ জুন নেদারল্যান্ডসে ফ্যানি ব্ল্যাকার্স-কোয়েন গেমসে নামবেন। তারপর আগামী ১৩ জুন ফিনল্যান্ডের পাভো নুরমি গেমসে অংশগ্রহণ করবেন নীরজ। আপাতত সেই পাভো নুরমি গেমসকেই পাখির চোখ করছেন।                                                                                                                       




আরও পড়ুন: মোহনবাগান সমর্থকদের মাঠে ঢুকতে বাধা? অভিযোগ ওড়াল কলকাতা নাইট রাইডার্স