পাভো নুরমি: টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। এরপর ফের ট্র্য়াকে ফিরেই জাতীয় রেকর্ড গড়লেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। পাভো নুরমি গেমসে দ্বিতীয় চেষ্টায় ৮৯.৩ মিটার দূরত্ব অতিক্রম করেন পানিপথের এই তরুণ। এর আগে টোকিওতে (Tokyo Olympics 2021) ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেছিলেন নীরজ। মঙ্গলবার সেই নম্বরকেও ছাপিয়ে গেলেন তিনি। গড়লেন নতুন জাতীয় রেকর্ড।
জাতীয় রেকর্ডের মালিক নীরজ
টোকিও অলিম্পিক্সের পর নিজেকে দীর্ঘদিনের জন্য ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সরিয়ে নিয়েছিলেন নীরজ। সেই সময় বিভিন্ন শারীরিক কসরত করতে ও প্রস্তুতি সারতে দেখা গিয়েছিল তাঁকে। বড় কোনও প্রতিযোগিতায় এই প্রথম নামলেন তিনি। এদিন প্রথম থ্রোয়ে নীরজ ৮৬.৯২ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। আর দ্বিতীয় থ্রো-তেই রেকর্ড গড়েন তিনি। ৮৯.৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন তিনি। এই টুর্নামেন্টে সোনা জিতেছেন ফিনল্য়ান্ডেরই অলিভার হেলানডার। তিনি ৮৯.৮৩ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন।
নীরজের ইউটিউব চ্যানেল
উল্লেখ্য, কিছুদিন আগেই নিজের নতুন ইউটিউব চ্যানেল লঞ্চ করেছিলেনন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী এই জ্যাভলিন থ্রোয়ার পরবর্তী প্রজন্মকে জ্যাভলিনে উদ্বুদ্ধ করতে ও বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করতেই এই উদ্যোগ নিয়েছেন। নিজের ওয়ার্ক আউট থেকে শুরু করে নানারকম কার্যকলাপের ছোট ছোট ভিডিও করে সেই চ্যানেলে পোস্ট করবেন নীরজ।
কী দেখতে পাওয়া যাবে নীরজের ইউটিউব চ্যানেলে? টোকিওর সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার বলছিলেন, ''নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করতে পারলাম। ভীষণ খুশি আমি। ভবিষ্যতের অ্যাথলিটদের সাহায্য করতে চাই এর মাধ্যমে। বিভিন্নরকম ফিটনেস ট্রিকস থেকে শুরু করে আমার নিজের জীবনের কিছু ছোট ছোট আকর্ষণীয় তথ্যও তুলে ধরব।''