কাঠমাণ্ডু: আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) খেলার যোগ্যতা অর্জন করল নেপাল (Nepal Cricket)। এদিন যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় এশিয়ার এই দলটি। নিজেদের ঘরের মাঠে রান তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় নেপাল। এদিন প্রথমে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ১৩৪ রান তুলে নেয়। জবাবে রান তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নেপাল। 


এদিন প্রথমে ব্যাট করতে নেমেছিল সংযুক্ত আরব আমিরশাহি দল। অধিনায়ক মহম্মদ ওয়াসিম ও খালিদ শাহ নেমেছিলেন ওপেনিংয়ে। ওয়াসিম ২৬ রান করেন। শাহ ৩ রানে আউট হন। আমিরশাহি দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন অরবিন্দ। এছাড়া আর কোনও ব্যাটারই বড় রান পাননি। রান তাড়া করতে নেমে নেপাল ২ উইকেট হারালেও অধিনায়ক রোহিত ৩৪ ও আসিফ ৬৪ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। এই টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে ওমান জয় পেয়েছে বাহরিনের বিরুদ্ধে। তারা ১০ উইকেটে প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছে। ওমানও আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।


২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে। মোট ২০টি দেশ অংশ নেবে এই টুর্নামেন্টে। এদিন নেপাল ও ওমান ১৭ ও ১৮ তম দেশ হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। আরও দুটো দেশের জায়গা এখনও বাকি। সেই দুটো দেশ আফ্রিকা মহাদেশের থেকে খেলবে। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ছাড়পত্র ইতিমধ্যেই পেয়ে গিয়েছে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আটটি দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউ জ়িল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। আইসিসির টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকার মাপকাঠিতে ছাড়পত্র পেয়েছে আফগানিস্তান এবং বাংলাদেশ।

 

উল্লেখ্য,  এশিয়া কাপ খেলেছে সম্প্রতি দলটি। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ২২ গজে। ছোট্ট দেশ হয়েও ক্রিকেটের মঞ্চে আলো ছড়িয়েছে নেপালের (Nepal Cricket Team) ছেলেরা। এবার সেই দেশের পুরুষ ক্রিকেট দলকে ক্রিকেটের সরঞ্জাম উপহার দেওয়া হল ভারত সরকারের তরফে। কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে গতকাল নেপালের ক্রিকেটারদের হাতে মোট ২০টি ব্য়াট ও ক্রিকেটের কিটস তুলে দেওয়া হয়। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সচিব পারস খাদকা জানিয়েছেন, ''আমরা ভারত সরকার ও ভারতীয় দূতাবাসের কাছে কৃতজ্ঞ। ২ দেশের সম্পর্ক আরও মজবুত হল। এছাড়াও আমাদের দেশের ক্রিকেটের উন্নতিতে ও এগিয়ে যাওয়ার পথে কাজে আসবে এই উপহার। আমরা সম্মানিত বোধ করছি।''