আফ্রিদিকে পিছনে ফেলে সর্বকনিষ্ঠ হিসেবে আন্তর্জাতিক একদিনের ম্যাচে হাফসেঞ্চুরির রেকর্ড নেপালের রোহিত পডেলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jan 2019 08:40 PM (IST)
দুবাই: সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক একদিনের ম্যাচে হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন নেপালের রোহিত পডেল। পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে টপকে এই রেকর্ড গড়েছেন পডেল। দুবাইতে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে হাফসেঞ্চুরি আসে পডেলের ব্যাট থেকে। ১৫ বছর ১৪৬ দিন বয়সে পডেলের এই হাফসেঞ্চুরি ভাঙল আফ্রিদির ২৩ বছরের পুরানো রেকর্ড। ১৯৯৬-এ ১৬ বছর ২১৭ দিন বয়সে ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন আফ্রিদি। অন্যদিকে, টেস্ট ম্যাচে সচিন তেন্ডুলকর পাকিস্তানের বিরুদ্ধে ১৬ বছর ২১৩ দিন বয়সে হাফসেঞ্চুরি করেছিলেন। পডেল ৫৮ বলে ৫৫ রান করেন। ক্রিকেটের অন্যতম উদীয়মান দেশ নেপাল ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে ১৪৫ রানে হারিয়ে দিয়েছে।