ভুবনেশ্বর: অস্ট্রেলিয়াকে সাডেন ডেথে ৪-৩ গোলে হারিয়ে হকি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস। ২০১৪ সালে নিজেদের দেশে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের মধুর প্রতিশোধ নিল ডাচরা। কাল ফাইনালে প্রতিবেশী দেশ বেলজিয়ামের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। অন্যদিকে, তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ফাইনাল ম্যাচ দেখতে কলিঙ্গ স্টেডিয়ামের গ্যালারিতে থাকবেন ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকর। তিনি নিজেই ট্যুইট করে এই খবর জানিয়েছেন।



আজ প্রথম সেমিফাইনালে একপেশে ম্যাচে ইংল্যান্ডকে ৬-০ হারিয়ে প্রথমবার হকি বিশ্বকাপের ফাইনালে পৌঁছয় বেলজিয়াম। দ্বিতীয় সেমিফাইনালে অবশ্য টানটান লড়াই হয়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। ৯ মিনিটে প্রথম গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন গ্লেন শারম্যান। ২০ মিনিটে ব্যবধান বাড়ান সিভ ভ্যান অ্যাস। দু’গোলে পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়া হাল ছাড়েনি। ৪৫ মিনিটে ব্যবধান কমান টিম হাওয়ার্ড। এরপর খেলা শেষ হওয়ার ২৬ সেকেন্ড আগে সমতা ফেরান এডি ওকেনডেন। সাডেন ডেথে নায়ক বনে যান নেদারল্যান্ডসের গোলকিপার পিরমিন ব্লাক।