আমদাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। ৪৪ রানে জয় পেয়েছে রোহিত বাহিনী। আর সেই জয়ের অন্যতম কারিগর প্রসিদ্ধ কৃষ্ণ। ৯ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন তরুণ ডানহাতি পেসার। আর কৃষ্ণর বোলিং স্পেলে মজে গোটা দল। বিশেষ করে ম্যাচের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেই দিলেন যে এমন বোলিং স্পেল ভারতের মাটিতে তিনি আগে কখনও দেখেননি।
ম্যাচের পর রোহিত বলেন, ''অনবদ্য বল করল প্রসিদ্ধ কৃষ্ণ। ভারতের মাটিতে এমন বোলিং স্পেল আমি কখনও দেখেনি অনেক দিন হয়ে গেল। ওর হাতে পেসও রয়েছে। দলের বাকিরাও ওকে দারুণ সাহায্য করেছে। তবে আমি অবাক হয়েছিলাম যে শিশিরের দেখা না পেয়ে। দল হিসেবে জয় লক্ষ্য আমাদের। কিন্তু এটাও ঠিক যে যদি কয়েকটা ম্যাচ আমরা হারি, তাতেও কিছু মনে করব না আমি। কারণ আমরা কিছু এক্সপেরিমেন্ট করছি সম্প্রতি। দীর্ঘ সময়ের জন্য দলটাকে গোছাতে হবে। সামনে দুটো বিশ্বকাপ। তাই দলটা ভাল করে তৈরি করার জন্য কিছু পরীক্ষা করতেই হবে আমাদের।''
সীমিত ওভারের ফর্ম্য়াটে পূর্ণাঙ্গ সময়ের জন্য দেশের অধিনায়ক হিসেবে প্রথমবার খেলতে নেমেছিলেন এই সিরিজে। আর প্রথম সিরিজেই জয়। কেমন লাগছে? রোহিত বলছেন, ''অবশ্যই সিরিজ জিতলে তো ভাল লাগেই। কিছু চ্যালেঞ্জও ছিল। রাহুল ও সূর্যর পার্টনারশিপ আমাদের স্কোরবোর্ড মজবুত করেছে। ওরা পরিণতবোধ দেখিয়েছে ভীষণ। ব্য়াটিংয়ে আমরা একটা সম্মানজনক স্কোর দাঁড় করাতে পেরেছিলাম। এরপর গোটা বোলিং ইউনিট দুর্দান্ত পারফর্ম করেছে।
এদিকে ম্যাচের নায়ক প্রসিদ্ধ কৃষ্ণ বলছেন, ''খুব অল্প রানের লক্ষ্যমাত্রা ছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে। তাই বেশি কিছু পরীক্ষা করার জায়গা ছিল না। এই পরিস্থিতিতে আমি চেষ্টা করেছিলাম শুধু সঠিক লাইন লেংথ বজায় রেখে যাতে বল করে যেতে পারি। আগের ম্য়াচে উইকেট দেখেছিলাম। এদিন ব্যাট করতে এসেও দেখলাম যে বল সিম করছে ভালই। পরিশ্রম কাজে দিচ্ছে। দলের হয়ে এভাবে আরও ম্যাচ জিততে চাই। নিজেকে কাজে লাগাতে চাই।''