করাচি: পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি ১৬ বছর বয়সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে শতরান করে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছিলেন। এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে পাকিস্তান ক্রিকেটে নয়া এক আফ্রিদির আবির্ভাব ঘটেছে। ১৭ বছর বয়সি বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই আট উইকেট নিয়ে চমকে দিয়েছেন। এই বোলারকে ঘিরে হইচই পড়ে গিয়েছে পাকিস্তানের ক্রিকেটমহলে।

একদিনের আন্তর্জাতিকে শাহিদ আফ্রিদির দ্রুততম শতরানের রেকর্ড দীর্ঘদিন অক্ষত ছিল। ২০১৪ সালে নিউজিল্যান্ডের কোরে অ্যান্ডারসন সেই রেকর্ড ভেঙে দেন। এরপর ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার এ বি ডিভিলিয়ার্স নয়া রেকর্ড গড়েন। অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে খ্যাতি অর্জন করেন শাহিদ আফ্রিদি। এখন নয়া আফ্রিদিকে নিয়েও একই স্বপ্ন দেখছেন পাক ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা কায়েদ-ই-আজম ট্রফিতে খান আরএল দলের হয়ে রাওয়ালপিণ্ডির বিরুদ্ধে বোলিং দক্ষতার পরিচয় দিয়েছেন শাহিন। তিনি দু’দিকেই বল স্যুইং করাতে পারেন। দুর্দান্ত অফকাটারও আছে এই বোলারের হাতে। এখনই জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নিই শাহিনের। তবে ঘরোয়া প্রতিযোগিতায় ধারাবাহিকতা দেখাতে পারলে ভবিষ্যতে পাকিস্তানের হয়ে খেলতে দেখা যেতেই পারে এই পেসারকে।