চেন্নাইয়ের ইনিংসের তৃতীয় ওভারে ইশান্ত শর্মা অম্বাতি রায়ডুর উইকেট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। ইশান্তকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখে হেসে ফেলেন ওয়াটসন। একে দারুণ রেগে যান ইশান্ত। তিনি কাছে গিয়ে ওয়াটসনকে দু কথা শুনিয়ে দেন। ঝামেলা বাড়ছে দেখে এগিয়ে আসেন দিল্লির অধিনায়ক শ্রেয়াস আয়ার। তিনি দুজনকে কথাকাটাকাটি থেকে বিরত করেন।
এরপর আবার একটা সময় রাবাডার যাওয়ার পথ ঘিরে দাঁড়িয়ে পড়েন ওয়াটসন। এভারে তাঁকে আটকানোর চেষ্টা দেখে রাবাডা ক্ষুব্ধ হন। ওয়াটসনের সঙ্গে তাঁর বচসা বেঁধে যায়।
এরপর অমিত মিশ্রর বলে ওয়াটসন আউট হয়ে যান।
খেলোয়াড়দের এই বিবাদ অবশ্য ম্যাচের পরই শেষ হয়ে যায়। দিল্লির হেড কোচ রিকি পন্টিং ওয়াটসন ও রাবাডার মধ্যে মিলমিশ করিয়ে দেন।