মুম্বই: আইপিএল (IPL 2023) শেষ। এবার আন্তর্জাতিক ক্রিকেটের যুদ্ধ শুরু। একের পর এক বড় টুর্নামেন্টে ও সিরিজ অপেক্ষা করে রয়েছে টিম ইন্ডিয়ার (Team India) সামনে। ৭-১১ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ওভালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া।
সেই ম্যাচের আগে ভারতীয় দলের নতুন জার্সি প্রকাশ্যে এল। শুধু টেস্টেই নয়, বদলে যাচ্ছে ভারতের ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের জার্সিও। তিন ফর্ম্যাটে এবার থেকে তিন আলাদা জার্সি পরে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, সীমিত ওভারের দুই ফর্ম্যাট - ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে দুই আলাদা জার্সি পরে মাঠে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। টেস্টের সাদা জার্সিতেও যোগ হচ্ছে বৈচিত্র।
বৃহস্পতিবার বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা আদিদাস ভারতীয় দলের নতুন জার্সির ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছে। আদিদাসের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার দুই সংস্থাই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন জার্সির ছবি প্রকাশ করে।
সবচেয়ে আকর্ষণী হয়েছে টেস্ট দলের জার্সি। বরাবরের মতো অল হোয়াইট নয়, বরং রংয়ের ছোঁয়া রয়েছে জার্সিতে। দেখা গিয়েছে, সাদা জার্সির বুকে ইন্ডিয়া শব্দটি লেখা রয়েছে নীল হরফে। শোনা যাচ্ছে, জার্সির পিছনে সংশ্লিষ্ট ক্রিকেটারের জার্সি নম্বর ও নামও লেখা থাকবে নীল রংয়ে। কাঁধে রয়েছে সরু নীল রংয়ের স্ট্র্যাপও।
সম্প্রতি টিম ইন্ডিয়ার নতুন ট্রেনিং কিটের ছবিও প্রকাশ্যে এসেছে। গত বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে, নতুন ট্রেনিং কিট পরে শার্দুল-উমেশরা। অনেকে এই কিটের সঙ্গে ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সির মিল খুঁজে পাচ্ছেন। অনেকটা গাঢ় আকাশি রংয়ের জার্সি।
আর মাত্র দিন কয়েক বাকি। তারপরেই টেস্টের সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। ইংল্যান্ডের ওভালে (The Oval) এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2023) আয়োজিত হবে। দুই শক্তিধর দেশের মধ্যে হাড্ডহাড্ডি লড়াইয়ের আশায় গোটা ক্রিকেটবিশ্ব। এই ম্যাচের আগে অস্ট্রেলিয়াকে দুই ভারতীয় ব্যাটারদের দিকে বিশেষ দৃষ্টিপাত করার পরামর্শ দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)।
কে সেই দুই ক্রিকেটার? তাঁরা আর কেউ নন বিরাট কোহলি (Virat Kohli) ও চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। কোনও রাখঢাক না করেই পন্টিং স্পষ্ট জানিয়ে দেন যে অস্ট্রেলিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাফল্য পেতে হলে পূজারা ও কোহলিকে শান্ত রাখা খুবই প্রয়োজনীয়। কিংবদন্তি অজি অধিনায়ক বলেন, 'অস্ট্রেলিয়ান দল যে নিজেদের সাজঘরে বিরাট কোহলিকে নিয়ে আলাপ আলোচনা করবে, সেই নিয়ে কোনও সন্দেহ নেই। পাশাপাশি ওরা পূজারাকে নিয়েও আলোচনা করবে।'