নয়াদিল্লি: এবারের ভারত সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ফিরোজ শাহ কোটলার সবুজ পিচে ভাল পারফরম্যান্স দেখালেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। মুম্বইয়ের বিরুদ্ধে আজ সাত উইকেটে ৩২৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। দিনের শেষে মুম্বইয়ের রান এক উইকেটে ২৯।
এবারের ভারত সফরে স্পিনারদের অত্যন্ত গুরুত্ব দিচ্ছে কিউয়িরা। তারা তিন স্পিনার নিয়ে ভারতে এসেছে। কিন্তু প্রস্তুতি ম্যাচে ঘূর্ণি উইকেটের বদলে তাদের সামনে রাখা হয়েছে ঘাসের পিচ। সেই পিচে অবশ্য উইলিয়ামসনদের কোনও সমস্যা হয়নি। কিউয়ি অধিনায়ক ৫০ রান করেন। ওপেনার টম লাথাম ৫৫ রান করার পর চোট পেয়ে অবসৃত হন। রস টেলর ৪১ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জয় বিস্তার (০) উইকেট হারায় মুম্বই। তবে কৌস্তভ পওয়ার (৫) এবং আরমান জাফর (২৪) ভালই ব্যাটিং করছেন।
প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ভাল ব্যাটিং কিউয়িদের
Web Desk, ABP Ananda
Updated at:
16 Sep 2016 06:12 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -