দুবাই: শুক্রবারই আইসিসির তরফে নতুন ওয়ান ডে ব়্যাঙ্কিং (ICC One Day Rankings) প্রকাশিত হয়েছে। সেই ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে বদল ঘটল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে পরপর দুই ম্যাচ হেরে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল নিউজিল্যান্ড (New Zealand Cricket Team)। এক ধাপ নীচে নেমে দুই নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন কিউয়ি দল। কত নম্বরে রয়েছে ভারত (Indian Cricket Team)?


কত নম্বরে ভারত?


ভারতীয় দল সম্প্রতি ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে পরপর তিনটি ওয়ান ডে সিরিজ জিতেছে। তা সত্ত্বেও টিম ইন্ডিয়া সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের পরে তিন নম্বরে রয়েছে। ভারতের দখলে ১১১ রেটিং পয়েন্ট। ভারতের পর চতুর্থ স্থানে পাকিস্তান, পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের দখলে যথাক্রমে ১০৭, ১০৪ ও ১০১ রেটিং পয়েন্ট রয়েছে। তাহলে এক নম্বর ওয়ান ডে দল কোনটি? ভারতের বিরুদ্ধে সিরিজ হারলেও এক ব়্যাঙ্কিংয়ে নতুন এক নম্বর দল হয়েছে ইংল্যান্ড। তাদের দখলে ১১৯ রেটিং পয়েন্ট। 


পরপর দুই হারেই গদিচ্যুত কিউয়িরা


নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ওয়ান ডের দুইটিতেই পরাজিত হয়। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ২৩৩ রান তাড়া করতে নেমে এক সময় বেশ চাপেই ছিল অজিরা। ৪৪ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন দল। তবে তারপরেই ক্যামরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি ষষ্ঠ উইকেটে ১৫৮ রান যোগ করেন। দুই ব্যাটারই অর্ধশতরান করেন। শেষের দিকে কিউয়িরা তিন উইকেট নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত অজিরাই জয় ছিনিয়ে নেয়।


দ্বিতীয় ওয়ান ডেতে দুরন্ত বোলিং পারফরম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৫ রানেই আটকে দেয় নিউজিল্যান্ড। এক সময় তো ১১৭ রানে আট উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল অজিরা। তবে শেষমেশ লোয়ার অর্ডারের সুবাদেই ১৯৫ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে মিচেল স্টার্ক ও সন অ্যাবোটের বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ড ব্যাটিং। মাত্র ৮২ রানেই অল আউট হয়ে যায় কিউয়িরা। ১১৩ রানে হারতে হয় তাদের। এই দুই পরাজয়ের জেরেই আইসিসির ক্রমতালিকায় এক নম্বর ওয়ান ডে দলের স্থান হারাল কিউয়িরা।


আরও পড়ুন: ১৮ বছরে এই প্রথম, আফগানিস্তান ম্যাচে সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা গেল দীনেশ কার্তিককে