কলকাতা: এবার ছোটপর্দায় জুটি বাঁধতে চলেছেন দেবাদৃতা বসু (Debadrita Basu) ও জন ভট্টাচার্য (John Bhattacharya)। আসছে নতুন ধারাবাহিক 'আলোর ঠিকানা' (Alor Theekana)। রাজীব কুমারের (Rajiv Kumar) পরিচালনায় 'সুরিন্দর ফিল্মস'-এর (Surinder Films) প্রযোজনায় আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এই ধারাবাহিক দেখা যাবে শুধুমাত্র সান বাংলায়। 


ধারাবাহিকের গল্প এক ঝলকে


এই ধারাবাহিকের মূল গল্প তৈরি হয়েছে একটি মেয়েকে ঘিরে। যার নাম আলো। বাবাকে প্রাণের চেয়েও বেশি ভালবাসে আলো। ছোটবেলা থেকেই তার বাবার স্বপ্নই তার নিজের স্বপ্ন। পড়াশোনা নিয়েই আলোর বেড়ে ওঠা। 


কিন্তু হঠাৎই একদিন তার জীবনে নতুন মোড় আসে। আলোর জীবন পাল্টে যায় যেদিন আচমকা তার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। রাতারাতি তার বিয়ে ঠিক হয়ে যায় একটি স্বনামধন্য ব্যবসায়ী পরিবারে। সেই পরিবারের এক ছেলের সঙ্গে বিবাহ সম্পন্ন হওয়ার কথা হয়। সেই বাড়িতে চার ভাইয়ের মধ্যে প্রথম তিন জন ইতিমধ্যেই বিবাহিত। আর বাড়ির ছোট ছেলের সঙ্গে আলোর বিয়ে ঠিক হয়। 


চিরাচরিত প্রথার থেকে খানিক আলাদা এই বাড়ি। এই পরিবারে বাড়ির ব্যবসা সামলায় তিন বউ আর ভাইরা বাড়ির কাজকর্মের দেখভাল করে। কিন্তু এই পরিবারের মধ্যে লুকিয়ে আছে একটি রহস্য। আলো যখন এই পরিবারের সেই সত্যতা জানতে পারে তখন তার জীবনের সামনে এসে পড়ে এক গভীর সঙ্কট। কী করবে আলো? আলোর জীবনের স্বাধীনতা, নিজের সম্মান, নিজের স্বপ্ন ও লড়াই নিয়েই তৈরি এই ধারাবাহিক, 'আলোর ঠিকানা'।


আরও পড়ুন: Doctor Bakshi Release Date: ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছেন পরমব্রত-শুভশ্রী-বনি, মুক্তির অপেক্ষায় 'ডাঃ বক্সী'


ধারাবাহিকে প্রধান চরিত্র আলো হিসেবে দেখা যাবে দেবাদৃতা বসুকে। আলোর বিপরীতে অর্থাৎ অভিরাজ চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে শৌর্য ওরফে জন ভট্টাচার্যকে। আলোর মা বাবার চরিত্রে দেখা যাবে কৌশিকী ও নীল মুখোপাধ্যায়কে। অভিরাজের মায়ের চরিত্রে দেখা যাবে দোলন রায়কে। ঠাকুমার চরিত্রে রত্না ঘোষাল।


অভিরাজের তিন ভাইয়ের চরিত্রে দেখা যাবে শঙ্কর দেবনাথ, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের স্ত্রীয়েদের চরিত্রে রয়েছেন যথাক্রমে মৈত্রেয়ী, জয়শ্রী মুখোপাধ্যায় ও সাক্ষী। ধারাবাহিকের প্রথম সপ্তাহে ক্যামিও চরিত্রে দেখা যাবে রাহুল দেব বসুকে। 


আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এই ধারাবাহিক দেখা যাবে শুধুমাত্র সান বাংলায়, রাত সাড়ে ৯টায়।