দুবাই: প্রায় দুমাস কেটে গিয়েছে। এখনও বিশ্বকাপের ফাইনালে হারের যন্ত্রণা ভুলতে পারছেন না নিউজিল্যান্ডের ক্রিকেটারেরা। কাটছে না তাঁদের বিস্ময়ও। কীভাবে লর্ডসের সেই নাটকীয় ম্যাচ হেরে যেতে হয়েছিল? এখনও নিরন্তর কাটাছেঁড়া চলছে কিউয়ি শিবিরে। জানালেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র ওয়েবসাইটকে উইলিয়ামসন বলেছেন, ‘এটা এমন একটা ঘটনা, যা নিয়ে রোজ কথা হয়। এমনকী আপনারাও হয়তো আলোচনা করছেন। সতীর্থরাও এখনও এ নিয়ে আলোচনা করছে। কীভাবে সেদিন হেরে গিয়েছিলাম, বিশ্লেষণ করার চেষ্টা করছে। গোটাটাই ওই ম্যাচটির কৃতিত্ব। ম্যাচটির ফলাফল এবং পরিণতিরও কৃতিত্ব। এটা এমন একটা বিষয়, যা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলবে।’
১৪ জুলাই লর্ডসের সেই ঐতিহাসিক ফাইনালে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তুলেছিল ২৪১ রান। জবাবে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছিল ইংল্যান্ড। তবে বেন স্টোকসের লড়াইয়ে ম্যাচটি টাই করতে সক্ষম হয় ইংল্যান্ড। যদিও মার্টিন গাপ্টিলের একটি ওভারথ্রো থেকে ইংল্যান্ড ৬ রান পাওয়ায় বিতর্ক হয়েছিল। আইসিসি-র প্রাক্তন বর্ষসেরা আম্পায়ার সাইমন টাফেলও জানিয়েছিলেন যে, ছয় নয়, ইংল্যান্ডের পাঁচ রান প্রাপ্য ছিল এবং বিষয়টা সম্পূর্ণ আম্পায়ারদের ভুল। ম্যাচ সুপার ওভারে গড়ালেও টাই হয়। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের চেয়ে বেশি বাউন্ডারি মারার সুবাদে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়।
উইলিয়ামসন অবশ্য আম্পায়ারদের সমালোচনায় নারাজ। বলেছেন, ‘এটা এমন একটা ম্যাচ, নিঃসন্দেহে যে ম্যাচের অংশ হতে পারাটা প্রশংসনীয়। তারপর যদি মনে করিয়ে দেওয়া হয় যে, ম্যাচটা ছিল বিশ্বকাপের ফাইনাল, তাহলে ব্যাপারটা অনেক বেশি স্পেশ্যাল হয়ে ওঠে।’
ফাইনালের পরেও আম্পায়ারিংয়ের কোনও সমালোচনা করেননি উইলিয়ামসন। কিউয়ি অধিনায়ক যেভাবে নিজেকে এবং দলকে সেই পরিস্থিতিতে সামলেছিলেন, গোটা বিশ্বে তা সমাদৃত হয়েছিল। পরে যে কারণে নিউজিল্যান্ডের বর্ষসেরা হওয়ার জন্য মনোনীতও হয়েছিলেন তিনি। ২৯ বছরের ক্রিকেটার জানিয়েছেন, দেশে যেভাবে তাঁদের বরণ করে নেওয়া হয়েছিল, তাতে তাঁরা সম্মানিত। উইলিয়ামসন বলেছেন, ‘দেশে ফিরে সকলের প্রতিক্রিয়া দেখাটা ভীষণ আনন্দের ছিল। এত ইতিবাচক সাড়া পেয়েছিলাম। সকলে ওই ম্যাচটা উপভোগ করেছিলেন। যেটা একটা দুর্দান্ত ব্যাপার।’
বিশ্বকাপের পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে নিউজিল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত টেস্ট সিরিজটি ১-১ ড্র করেন উইলিয়ামসনরা। টি-টোয়েন্টি সিরিজে অবশ্য শ্রীলঙ্কাকে ২-১ হারিয়েছে নিউজিল্যান্ড।
বিশ্বকাপের ফাইনালে কীভাবে হার, এখনও বিশ্লেষণ চালিয়ে যাচ্ছে সতীর্থরা, জানালেন নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন
Web Desk, ABP Ananda
Updated at:
11 Sep 2019 02:08 PM (IST)
ফাইনালের পরেও আম্পায়ারিংয়ের কোনও সমালোচনা করেননি উইলিয়ামসন
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -