সূত্রের খবর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নির্দেশ দেন, সোপারে আহত ওই শিশুটিকে উন্নত চিকিত্সার জন্য যেন আকাশপথে দিল্লি নিয়ে আসা হয়। ৩৭০ ধারা বিলোপের পর ছন্দে ফিরছিল উপত্যকা। ঠিক সেই সময়ই পাকিস্তানের মদতে এই জঙ্গি হামলা, কার্যত মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করার উদ্দেশ্যেই।
এর আগে সোমবার সোপারের পুলিশ উপত্যকা থেকে ৮ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে এলাকার মানুষকে ভয় দেখানো ও বিভিন্ন জায়গায় লস্কর-ই-তইবার পোস্টার লাগানোর অভিযোগ আছে বলে সূত্রের খবর। জানা গেছে, ধৃত ৮ জনের ৩ জন এই হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিল। তাঁদের কাছ থেকে সন্দেহজনক অনেক কিছু পাওয়া গেছে।
সেনা সূত্রে খবর, গত সপ্তাহে উপত্যকার বিভিন্ন অঞ্চল যখন স্বাভাবিক ছন্দে ফিরছে, ঠিক সেই সময়ই বিভিন্ন জায়গায় পোস্টার ছড়ায় সন্ত্রাসবাদীরা। যাঁরা দোকান বা স্কুল খুলছেন, তাঁদের সরাসরি ভয়ও দেখানো হয়। এছাড়া পোস্টার মারফত মহিলাদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চালানো হয়।