শারজা: বিরাট কোহলিদের উদ্বেগ বাড়ালেন কেন উইলিয়ামসনরা। নমিবিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে একসময় চাপে ছিল নিউজিল্যান্ড। তবে জিমি নিশাম ও ফিলিপসের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ড শেষমেশ অঘটনের আশঙ্কা দূর করে। নমিবিয়াকে দাপটের সঙ্গে পরাজিত করে বিশ্বকাপের সেমিফাইনালের সম্ভাবনা আরও উজ্জ্বল করলেন উইলিয়ামসনরা।
শুক্রবার শারজায় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। একসময় ১৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে মাত্র ৯৬ রান তুলতে সক্ষম হয়েছিল কিউয়িরা। সেখান থেকে শেষ চার ওভারে ঝড় তুলে নিউজিল্যান্ড পৌঁছে যায় ৪ উইকেটে ১৬৩ রানে। মার্টিন গাপ্টিল ১৮, মিচেল ১৯, উইলিয়ামসন ২৮, ডেভিড কনওয়ে ১৭, নিশাম অপরাজিত ৩৫ ও ফিলিপস অপরাজিত ৩৯ রান করেন। ১টি করে উইকেট নেন বার্নার্ড, ওয়াইজ ও এরাসমাস।
জবাবে ব্যাট করতে নেমে নমিবিয়া ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১১১ রানের বেশি তুলতে পারেনি। ৫২ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। মাইকেল দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন। গ্রিন করেন ২৩ রান। ওয়াইজের সংগ্রহ ১৬ রান। ২টি করে উইকেট নেন সাউদি ও বোল্ট। ১টি করে উইকেট নিয়েছেন স্যান্টনার, নিশাম ও সোধি। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিশাম।
এদিন জিতেছে ভারতও। স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছেন বিরাট কোহলিরা। এই জয়ের ফলে চার ম্যাচের পরে ভারতের পয়েন্ট হল ৪। গ্রুপ ২-এ তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলিরা। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। বাকি একটি জায়গার জন্য লড়াই ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের। কোহলিদের মতো রশিদ খানরাও রয়েছেন ৪ পয়েন্টে। কিন্তু রান রেটে এগিয়ে গিয়েছে ভারত।
কোহলিদের সামনে এখন একটাই অঙ্ক। রবিবার আফগানিস্তানকে হারাতে হবে নিউজিল্যান্ডকে। একমাত্র তখনই সোমবার ভারত-নামিবিয়া ম্যাচের গুরুত্ব থাকবে। কারণ, কিউয়িরা হেরে গেলে আর শেষ ম্যাচে ভারত জিতলে তিন দলের পয়েন্ট দাঁড়াবে ৬। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকলে সেমিফাইনালে যাবে ভারত।