ওয়েলিংটন: অজিঙ্ক রাহানের লড়াই সত্ত্বেও বেসিন রিজার্ভে মাত্র ১৬৫ রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস। রাহানে ফিরলেন ৪৬ রানে। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। আগের দিনের স্কোরের (১২২/৫) সঙ্গে মাত্র ৪৩ রান যোগ করেই ভারতের শেষ ৫ উইকেটের পতন।  ব্যাটিংয়ের জন্য ঋদ্ধিমান সাহাকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছিল ঋষভ পন্থকে। তবে হতাশ করলেন দিল্লির উইকেটকিপার। মাত্র ১৯ রান করে রান আউট হয়ে গেলেন তিনি। নিউজিল্যান্ড বোলারদের মধ্য়ে টিম সাউদি ও কাইল জেমিসন ৪টি করে উইকেট নিয়েছেন।


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার টম ল্যাথামকে হারিয়েছিল নিউজিল্যান্ড। ঘাতক ইশান্ত শর্মা। অপর ওপেনার টম ব্লান্ডলকেও তুলে নেন ইশান্ত। ব্যক্তিগত ৩০ রানের মাথায় ফেরেন টম। তবে এরপর প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলর। শততম ম্যাচ খেলতে নেমে সাবলীলভাবে ব্যাটিং করছিলেন রস। অবশেষে ব্যক্তিগত ৪৪ রানের মাথায় তাঁকে ফেরান ইশান্তই। ভারতীয় পেসার তিন উইকেট নিয়েছেন। তবে ভারতের স্কোর ছাপিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। চা পানের বিরতির পর উইলিয়ামসনকে (৮৯ রান) ফিরিয়ে দেন মহম্মদ শামি। তাঁর বলে শর্ট এক্সট্রা কভারে উইলিয়ামসনের ক্যাচ দুরন্তভাবে ঝাঁপিয়ে পড়ে নেন পরিবর্ত হিসাবে মাঠে নামা রবীন্দ্র জাডেজা। ক্রিজে আছেন হেনরি নিকলস (৫ ব্যাটিং) ও বি জে ওয়াটলিং (০ ব্যাটিং)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ১৮৬/৪। ভারতের চেয়ে ২১ রানে এগিয়ে কিউয়িরা।