প্যারিস: আন্তর্জাতিক ফুটবলে তাঁরা একে অপরের প্রবল প্রতিপক্ষ। ফুটবল মাঠে ব্রাজিল (Brazil) বনাম আর্জেন্তিনা (Argentina) মানে দ্বৈরথের আঁচ যে কতটা গনগনে থাকে, ফুটবলপ্রেমী মাত্রই জানেন। কিন্তু ব্রাজিল ও আর্জেন্তিনার দুই সুপারস্টার, নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়র (Neymar) ও লিওনেল মেসি (Lionel Messi) যে কত ভাল বন্ধু, তা ফের একবার প্রমাণ হয়ে গেল। যখন মেসি প্যারিস সঁ জরমঁ-তে নিজের শেষ ম্যাচ খেলে ফেলার পর আবেগঘন বিদায়বার্তা দিলেন নেমার। ব্রাজিলীয় তারকার যে বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


ক্লাব ফুটবলে আগেও একসঙ্গে খেলেছেন মেসি ও নেমার। বার্সেলোনার সোনার সময়ে দুই তারকাই বার্সা আক্রমণকে নেতৃত্ব দিতেন। তারপর ফের প্যারিস সঁ জরমঁ-তে একসঙ্গে খেলেছেন দুই তারকা। কিন্তু প্যারিস সঁ জরমঁ-এ নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। তিনি ক্লাব ছাড়ছেন। আর তারপরই মেসির উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন নেমার।

 

সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে নিজের ছবি পোস্ট করে নেমার লিখেছেন, 'ভাই... যেরকম ভেবেছিলাম সেরকম ফল হল না। তবে আমরা নিজেদের সেরাটা দিয়েছি। তোমার সঙ্গে আরও ২ বছর কাটাতে পেরেছি ভেবে নিজেকে ভাগ্যবান মনে করছি। তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল। তোমাকে ভালবাসি লিও...'

 

 




এ বছরের ফুটবল মরসুম একেবারে শেষের পথে। প্রিমিয়ার লিগ, বুন্দেশলিগার মতো লিগগুলি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এ সপ্তাহেই শেষ হয়েছে লিগ ওয়ানের মরসুমও। প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) রেকর্ড ১১ নম্বর লিগ ওয়ান খেতাবের মাধ্যমে শেষ হয়েছে মরসুম। মরসুম শেষ হতে না হতেই দলবদলের জল্পনা-কল্পনাও শুপু হয়ে গিয়েছে। লিওনেল মেসি, সার্জিও রামোসের মতো মহাতারকারা যে এ মরসুম শেষেই পিএসজি ছাড়ছেন, তা আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে।


এ মরসুম শেষে আরেক পিএসজি তারকা কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) ভবিষ্যৎ কী হতে চলেছে, সে নিয়েও জল্পনাও ছিল। প্যারিসের ক্লাবের সঙ্গে এমবাপের ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। অবশ্য ২০২৪ সালের পর আরও এক মরসুম চুক্তি বাড়ানোর বিকল্পও রয়েছে। সেক্ষেত্রে যদিও জুলাইয়ের মধ্যেই সেই চুক্তি সই করতে হবে। এরই মাঝে ফের একবার তাঁর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। তবে সেইসব জল্পনা জল ঢেলে নিলেন এমবাপে নিজেই। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ আরও একটি মরসুম এমবাপে পিএসজিতেই থাকছেন। তিনি সাফ সাফ সেকথা জানিয়েও দিলেন। 



আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?