নয়াদিল্লি: ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার। তাঁর সামনে শুধু পেলে।


বিশ্বকাপের কোয়ালিফায়ারে পেরুর বিরুদ্ধে হ্যাটট্রিকের পর এই কৃতিত্ব অর্জন করলেন তারকা স্ট্রাইকার। গোলের নিরিখে নেইমার পেরোলেন রোনাল্ডোকে। ম্যাচে ৪-২ গোলে ব্রাজিল চূর্ণ করে পেরুকে।


২৮ বছরের এই প্যারিস সাঁ জাঁ স্ট্রাইকারের নামের পাশে ১০৩ ম্যাচে ৬৪ গোল। যাঁকে পেরোলেন সেই রোনাল্ডো তাঁর দীর্ঘ ১৭ বছরের কেরিয়ারে দেশের হয়ে ৯৮ ম্যাচে ৬২ গোল করেছেন।


এখন নেইমারের সামনে একমাত্র ব্রাজিলের কিংবদন্তী পেলে, যিনি ৭৭ বার গোলের জালে বল পাঠিয়েছেন। নেইমারের এই কৃতিত্ব উচ্ছ্বসিত সেদেশের প্রাক্তন তারকা গোলরক্ষক তথা কোচ তাফারেল। তাঁর মতে, নেইমার হলেন একজন সুপারস্টার, যিনি দেশকে ষষ্ঠ বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারেন।