বার্মিংহাম: কমনওয়েলথ গেমসে (CWG 2022) বক্সিংয়ে সোনা জিতেছেন তিনি। উপরি পাওনা বলতে, সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনের দায়িত্ব পেয়েছিলেন। যা নিয়ে উচ্ছ্বসিত নিখাত জারিন (Nikhat Zareen)। 


জারিন ট্যুইটারে লিখেছেন, 'কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করা আমার কাছে অবিশ্বাস্য মুহূর্ত। গর্বে আমার মন ভরে গিয়েছে। উপযুক্ত আর দুর্দান্ত এক অভিযান শেষ হল'।


 




শেষ হয়েছে এবারের কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। ইংল্যান্ডের বার্মিংহামে বসেছিল এই প্রতিযোগিতার আসর। এবারের কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় অ্যাথলিটরা। মোট ৬১টি পদক ঝুলিতে পুরে নিয়েছেন তাঁরা। তার মধ্যে রয়েছে ২২টি সোনা। প্রতিযোগিতার শেষ দিনে ব্যাডমিন্টনে সোনা জিতেছেন পি ভি সিন্ধু (P V Sindhu) ও লক্ষ্য সেন (Lakshya Sen)। ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসেও সোনা জিতেছে ভারত। এক নজরে দেখে নেওয়া যাক পদক তালিকায় প্রথম দশে কোন কোন দেশ রয়েছে।


২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসের পদক তালিকা -


১. অস্ট্রেলিয়া: অজিরা এবারের কমনওয়েলথ গেমস-এ  পদক তালিকায় প্রথম স্থানে রয়েছে। মোট ১৭৮টি পদক জিতেছে তারা। ঝুলিতে রয়েছে ৬৭টি সোনা, ৫৭টি রুপো ও ৫৪টি ব্রোঞ্জ।


২. ইংল্য়ান্ড: তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাঁদের ঝুলিতে রয়েছে ৫৭টি সোনা, ৬৬টি রুপো ও ৫৩টি ব্রোঞ্জ। মোট পদকের সংখ্যা ১৭৬। 


৩. কানাডা: পদক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কানাডা। ঝুলিতে থাকা পদকের সংখ্যা মোট ৯২। কানাডা ২৬টি সোনা, ৩২টি রুপো ও ৩৪টি ব্রোঞ্জ জিতেছে।


৪. ভারত: অবিশ্বাস্য পারফরম্যান্স ভারতীয় অ্যাথলিটদের। মোট ২২টি সোনা, ১৬টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ নিয়ে ৬১টি পদক ঝুলিতে পুরেছে। 


৫. নিউজিল্য়ান্ড: কিউয়িদের ঝুলিতে রয়েছে এবারের কমনওয়েলথে মোট ৪৯টি পদক। মোট ২০টি সোনা, ১২টি রুপো ও ১৭টি ব্রোঞ্জ জিতেছে নিউজিল্য়ান্ড। 


৬. স্কটল্যান্ড: তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে স্কটল্যান্ড। ঝুলিতে মোট ৫১টি পদক। রয়েছে ১৩টি সোনা, ১১টি রুপো ও ২৭টি ব্রোঞ্জ। 


৭. নাইজেরিয়া: পদক তালিকায় নাইেজরিয়া মোট ৩৫টি পদক জিতেছে। ১২টি সোনা, ৯টি রুপো ও ১৪টি ব্রোঞ্জ। 


৮. ওয়েলস: ওয়েলসের ঝুলিতে মোট রয়েছে ২৮টি পদক। তার মধ্যে রয়েছে ৮টি সোনা, ৬টি রুপো ও ১৪টি ব্রোঞ্জ। 


৯. দক্ষিণ আফ্রিকা তালিকায় নবম স্থানে। ৭টি সোনা, ৯টি রুপো ও ১১টি ব্রোঞ্জ নিয়ে মোট ২৭টি পদক তাদের ঝুলিতে। 


১০. মালয়েশিয়া: ২৩টি পদক জিতে পদক তালিকায় ১০ নম্বরে মালয়েশিয়া। ৭টি সোনা, ৮টি রুপো ও ৮টি ব্রোঞ্জ তাদের ঝুলিতে।  


আরও পড়ুন: এশিয়া কাপের দলে ফিরলেন কোহলি, রাহুল, সুযোগ পেলেন না শামি-কুলদীপ