হায়দরাবাদ : বিশ্বজয়ের পর ঘরে ফিরলেন সোনার মেয়ে। আর ফিরে কার্যত সংবর্ধনায় ভেসে গেলেন নিখাত জারিন (Nikhat Zareen)। হায়দরাবাদের নিজামাবাদের মেয়েটি নয়াদিল্লিতে আয়োজিত সদ্য সমাপ্ত আইবিএ ওমেন্স বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে (IBA Women's Boxing World Championships) জিতেছেন সোনা। পরপর দু 'বার বিশ্বমঞ্চের প্রতিযোগিতায় সোনা জিতে নিয়েছেন ভারতীয় এই বক্সার। অনন্য নজির গড়ার পর হায়দরাবাদে ফিরে তাই উষ্ণ সংবর্ধনাতেই ভেসে গিয়েছেন নিখাত। একমাত্র ভারতীয় হিসেবে এবারের বক্সিংয়ের বিশ্বমঞ্চে নিজের সোনার খেতাব রক্ষা করতে নেমে ফের সোনা জেতার নজির গড়েছেন নিখাত।


নিখাত ঘরে ফিরে জানান, 'বিশ্ব চ্যাম্পিয়নশিপে পরপর দু'বার সোনা জিততে পেরে দারুণ খুশি। নতুন ওয়েট ক্যাটেগরিতে খেলতে নামাটা ছিল ভিন্ন এক অভিজ্ঞতা। আপাতত কিছুটা বিশ্রামের পরই শুরু করে দেব এশিয়ান গেমসের প্রস্তুতি। যেখানে সুযোগ পেয়েছি।' এদিন হায়দরাবাদে নিখাতের জন্য আয়োজন করা হয়েছিল সংবর্ধনা মঞ্চের। হাজির ছিলেন তেলেঙ্গানার ক্রীড়ামন্ত্রী ভি শ্রীনিবাস গৌড়। তিনি ছাড়াও একাধিক সরকারি ও ক্রীড়াজগতের আমলারা সামসবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ভ্যথনা জানান নিখাতকে। রাজ্যের তরফে সংবর্ধিত করার পর জিপে করে বক্সারকে নিয়ে যাওয়া হয় তাঁর বাড়ির পথে।






বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভিয়েতনামের থি থামের বিরুদ্ধে দাপুটে মেজাজে ৫-০ স্কোরলাইনে ফাইনাল ম্যাচ জিতে নিয়েছিলেন নিখাত জারিন। সেমিফাইনালে কলম্বিয়ার ইনগ্রিত ভ্য়ালেন্সিয়াকে ৫-০ হারিয়ে ফাইনালে নিডের জায়াগা পাকা করেছিলেন নিখাত। ফাইনালে চাপের মুখেও কিন্তু নিজের সেরাটা উজাড় করে দেন। প্রথম রাউন্ড থেকে ম্যাচের শেষ পর্যন্ত দাপট দেখান নিখাত। দুই বারের এশিয়ান গেমসজয়ীকে ম্যাচে ফেরার তেমন সুযোগই দেননি। ফের নিজের দখলে করেন সোনা। ২৬ বছর বয়সি তারকা তাঁর আইডল মেরি কমের পরে প্রথম ভারতীয় হিসাবেও নাগাড়ে দুইবার খেতাব জিতেছেন। কিংবদন্তি মেরি কম কিন্তু একাই ছয় ছয়টি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছিলেন।


এবারের আইবিএ ওমেন্স বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নিখাত ছাড়াও নীতু ঘনঘাস (Nitu Ghanghas), স্বাতী বোড়া (Saweety Boora) ও লভলিনা বড়গোঁহাই-ও জিতেছেন সোনা।


আরও পড়ুন- স্পেন মাস্টার্সের সেমিতে পৌঁছলেন পিভি সিন্ধু, তবে ছিটকে গেলেন শ্রীকান্ত