নয়াদিল্লি: বিশ্ব বক্লিং চ্যাম্পিয়নশিপে (Women's World Boxing Championships) ভারতীয় বক্সারদের জয়জয়কার। নিখাত জারিন (৫০ কেজি), নীতু ঘনঘাস (৪৮ কেজি), স্বাতী বোড়া (৮১ কেজি), লভলিনা বড়গোঁহাইয়ের (৭৫ কেজি) চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ভারতের জন্য চার পদক সুনিশ্চিত করে ফেললেন।


নীতু, নিখাতের লড়াই


কমনওয়েলথ গেমসে পদকজয়ী নীতু (Nitu Ghanghas) প্রথম ভারতীয় হিসাবে রিংয়ে নামেন। দ্বিতীয় রাউন্ডে জাপানের আরএসসির সুবাদে জাপানের মাদোকা বাদাকে পরাজিত করেন ভারতীয় বক্সার। সেমিফাইনালে কিন্তু নীতুকে কড়া প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে। কাজাখস্তানের আলুয়া বালকিবেকোভার মুখোমুখি হবেন তিনি। গতবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে কিন্তু এই দুই প্রতিপক্ষই একে অপরের মুখোমুখি হয়েছিলেন। সেই ম্যাচ জিতেছিলেন কাজাখ তারকা।


শীর্ষ বাছাই স্বাতী ৮১ কেজি বিভাগে ২০১৮ সালের ব্রোঞ্জ পদকজয়ী ভিক্টোরিয়া কেবিকাভাকে হারান। বেলারুসের বক্সারের বিরুদ্ধে ৫-০ ম্যাচ জিতে নিজের দ্বিতীয় পদক নিশ্চিত করে ফেলেন স্বাতী। অপরদিকে, গত বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাতকে (Nikhat Zareen) দুই বারের ব্রোঞ্জপদকজয়ী ছুথামাত রক্ষতের বিরুদ্ধে কড়া মোকাবিলার সম্মুখীন হতে হয়। ৫-২ স্কোরলাইনে জয় পান নিখাত। কড়া লড়াইয়ের পর ২৬ বছর বয়সি নিখাত কিন্তু নিজের টেকনিক্যাল দক্ষতায় ম্যাচ জিতে নেন। ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে রিও অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী ইনগ্রিত ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবেন নিখাত।


লভলিনার পারফরম্যান্সে উন্নতি


লভলিনার (Lovlina Borgohain) অবশ্য তাঁর ম্যাচ জিততে খুব বেশি কসরত করতে হয়নি। ৫-০ ব্যবধানে মোজাম্বিকের আদোসিন্দা গ্রামানেকে পরাজিত করেন তিনি। সেমিফাইনালে পৌঁছেই বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে নিজের তৃতীয় পদক সুনিশ্চিত করে ফেললেন অসমের বক্সার। অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী লভলিনা হালে একেবারেই আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। তবে চলতি টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্সের অনেকটাই উন্নতি হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ম্যাচের রাশ নিজের হাতেই রাখেন এবং ম্যাচ জিতেও নেন।


তবে ভারতের দুই বক্সার, বিশ্ব ইয়ুথ চ্যাম্পিয়ন সাক্ষী চৌধুরী (৫২ কেজি) ও গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী মণীষা মৌন (৫৭ কেজি) হতাশই করলেন। দুইজনের কেউই কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করতে পারেননি। হেরে বিদায় নিয়েছেন কমনওয়েলথ গেমস জয়ী জেসমিন লম্বোরিয়া (৬০ কেজি) এবং নুপূর শেরায়ন (৮১কেজি)। 


আরও পড়ুন: ট্রফি খরা কাটবে কবে? স্বপ্ন দেখাচ্ছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা