হরিয়ানা: মুহূর্তের মধ্যেই পুরো ছবিটা বদলে গেল। খবর রটেছিল দেশের মহিলা কুস্তিগীর নিশা দাহিয়াকে নাকি খুন করা হয়েছে। কিন্তু সেই খবর পুরোটাই ভুয়ো, নিজেই জানিয়ে দিলেন নিশা নিজেই। পাশে সাক্ষী মালিককে বসিয়ে ভিডিও বার্তায় তিনি জানিয়ে দিলেন যে তিনি দিব্যি সুস্থ রয়েছে। তিনি এক ভিডিও বার্তায় বলেন, 'হ্যালো, আমার নাম নিশা। আমি এই মুহূর্তে গন্ডায় টুর্নামেন্ট খেলতে এসেছিল। যেই খবরটা ছড়িয়েছে সেটা পুরোটাই ভুয়ো। আমি একদম ঠিক রয়েছি। কোনও চিন্তার কারণ নেই।'
এদিন হঠাৎ করেই বিকেলের দিকে খবর রটে যায় যা কুস্তিগীর নিশা দাহিয়াকে গুলি করে খুন করা হয়েছে। হরিয়ানার সোনিপতে নিশা দাহিয়াকে খুন করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। নিশা দাহিয়ার ভাইকেও গুলি করে খুন করা হয়েছিল বলে জানানো হয়েছিল। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সেই খবর যে পুরোটাই ভুয়ো তা নিয়ে নিজেই ভিডিও বার্তায় জানিয়ে দেন নিশা। হরিয়ানায় মৃত্যু হয়নি জাতীয় স্তরের কুস্তিগীর নিশা দাহিয়ার। ট্যুইটে ভিডিও বার্তায় নিজেই জানালেন জাতীয় স্তরের কুস্তিগীর। গুলি করে খুন করা হয়েছে বিশ্ববিদ্যালয় স্তরের নিশা দাহিয়া ও তাঁর ভাইকে। প্রধানমন্ত্রী যে নিশা দাহিয়াকে নিয়ে ট্যুইট করেছেন, তিনি মৃত নিশা দাহিয়া নন।
(নিশা দাহিয়াকে নিয়ে অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।)
আরও পড়ুন: কোহলির ৯ মাসের মেয়েকে ভয়ঙ্কর হুমকি, হায়দরাবাদ থেকে গ্রেফতার ১